অ্যাক্ট ইস্ট পলিসি রূপায়ণে এনইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান সর্বার

অ্যাক্ট ইস্ট পলিসি রূপায়ণে এনইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান সর্বার
Published on

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার উত্তর পূর্ব পরিষদকে(এনইসি)বাণিজ্য,বিনিয়োগ,পর্যটন,যোগাযোগ এবং ভারত সরকারের বিভিন্ন মন্ত্ৰকের সঙ্গে দক্ষিণ পুব এশিয়ার দেশগুলির সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ও সমন্বয় গড়ে তুলতে অ্যাক্ট ইস্ট পলিসি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

যোগা্যোগ,পরিকাঠামোগত প্ৰকল্পগুলো দ্ৰুত সম্পূর্ণ করা এবং প্ৰতি গৃহস্তের বাড়িতে ন্যূনতম সু্যোগ সুবিধার ব্যবস্থা করার মাধ্যমে এই অঞ্চলের উন্নতি ত্বরান্বিত করার যে সদিচ্ছা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি পোষণ করেছেন তার প্ৰতি লক্ষ্য রেখে এনইসিকে এগোতে হবে। মুখ্যমন্ত্ৰী আস্থা প্ৰকাশ করে বলেন,পরিকল্পনাকারী সংস্থা হিসেবে এনইসি স্বরাষ্ট্ৰমন্ত্ৰী তথা এনইসি-র চেয়ারম্যান অমিত শাহর নেতৃত্ব এই অঞ্চলের উন্নতি ও অগ্ৰগতির পথ প্ৰশস্ত করতে সাফল্যেরই স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

উত্তর পূর্বাঞ্চলকে সু্যোগ সুবিধা ও উন্নয়নের হাব এবং এব্যাপারে আসিয়ান দেশগুলির মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সোনোয়াল এনইসিকে এই অঞ্চলের পরম্পরা,সংস্কৃতি,হ্যান্ডলুম এবং হস্তশিল্প,শিল্প ও পর্যটন সম্ভাবনার চিত্ৰ আসিয়ান দেশগুলির সামনে তুলে ধরার জন্য উৎসব আয়োজন করতে এনইসি-র প্ৰতি আহ্বান জানান। ক্ৰীড়া এবং সংস্কৃতি ছাড়াও এই অঞ্চলের ও আসিয়ান ও বিবিআইএন দেশগুলির বিভিন্ন ভাষা শিক্ষার জন্য ল্যাগুয়েজ অ্যাকাডেমি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্ৰী। এই অঞ্চলের রপ্তানি সম্ভাবনার ক্ষেত্ৰেও রাজ্যগুলোকে সাহা্য্য করতে এনইসিকে পরামর্শ দেন তিনি।

অর্গানিক ফার্মিং ব্যবস্থার ঢালাও উন্নীতকরণে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্ৰতি রাজ্য সরকারকে প্ৰয়োজনে সমর্থনের হাত বাড়াতে মুখ্যমন্ত্ৰী এনইসির প্ৰতি আহ্বান জানান। অসম সরকার একটি অর্গানিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যে প্ৰস্তাব রেখেছে তা সাকার করতে এনইসিকে প্ৰয়োজনীয় সাহায্য ও সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। প্ৰকল্পটির বিস্তারিত প্ৰোজেক্ট রিপোর্ট(ডিপিআর)ইতিমধ্যেই যোজনাকারী সংস্থার কাছে দাখিল করা হয়েছে।

বন্যা,ভাঙন এবং ভূমিস্খলন শুধু অসমেরই নয়,গোটা উত্তর পূর্বাঞ্চলের সমস্যা। এনডিআরএফ এবং এসডিআরএফ-এর সহযোগিতায় নদী ভাঙনের মতো প্ৰাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ব্যবস্থা গ্ৰহণেরও আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী।

সোনোয়াল উত্তর পূর্বাঞ্চলে আরও মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য এনইসি ও ডোনার মন্ত্ৰকের কাছে আহ্বান জানান। এই অঞ্চলে আরও কেন্দ্ৰীয় ও নবোদয় বিদ্যালয় স্থাপনেও আর্জি জানিয়েছে সোনোয়াল। বনজ সম্পদ রক্ষায় বিশেষ স্কিম এবং উত্তর পূর্বাঞ্চলে প্ৰেসিডেন্টশিয়াল রিট্ৰিট স্থাপনের জন্য এনইসিকে আহ্বান জানিয়েছেন সোনোয়াল।

জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা রদ করে রাষ্ট্ৰীয় সংহতি সফল করার পদক্ষেপ নেওয়ায় প্ৰধানমন্ত্ৰী মোদি ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহর প্ৰশংসা করেন মুখ্যমন্ত্ৰী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 93rd Birth Anniversary of 'Bard of Brahmaputra' Dr Bhupen Hazarika observed in Guwahati

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com