রাজনৈতিক দলগুলির জন্য নতুন নির্দেশিকা

রাজনৈতিক দলগুলির জন্য নতুন নির্দেশিকা
Published on

নয়াদিল্লিঃ ১৯৫১ সালের জন প্ৰতিনিধিত্ব আইনের উপস্থাপনার অধীনে দেশে যে সব রাজনৈতিক দল তাদের নাম পঞ্জিয়ন করতে চাইছে সেই সব দলকে দল গঠনের ৩০ দিনের মধ্যে ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)কাছে তাদের আবেদন দাখিল করতে হবে। নতুন রাজনৈতিক দলগুলির প্ৰতি এই নির্দেশিকা কার্যকরী হয়েছে বুধবার থেকে।

ইসিআই গত বছরের ডিসেম্বরের গোড়াতে এই নতুন নির্দেশিকাটি প্ৰস্তুত করে। পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্ৰেশন ট্ৰ্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেমে(পিপিআরটিএমএস)একটা পরিচ্ছন্ন ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে। এটা হলে সাধারণ মানুষকেও এবিষয়ে তথ্য জানানো সম্ভব হবে।

সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫১ সালের ২৯ এ ধারায় প্ৰদত্ত ক্ষমতা বলে ইসিআই-এর নির্ধারিত ওই নির্দেশিকা অনুসারে পঞ্জিয়ন করতে চাওয়া একটি সংস্থাকে কমিশনের কাছে আবেদন জানাতে হবে সংস্থা গঠিত হওয়ার ৩০ দিনের মধ্যে। ১৯৫১ সালের জনপ্ৰতিনিধিত্ব আইনের ২৯এ ধারার বিধি ব্যবস্থার অধীনেই রাজনৈতিক দলগুলির পঞ্জিয়নের কাজ সম্পন্ন করা হবে। ‘এই নতুন নির্দেশিকা কার্যকরী হয়েছে ২০২০-র ১ জানুয়ারি থেকে। কমিশনের ওয়েবসাইট http://eci.gov.in-এ তা উপলব্ধ হচ্ছে’-জানিয়েছে ইসিআই। আবেদনকারীরা যাতে তাদের আবেদনের অবস্থান সম্পর্কে অবগত হতে পারেন তার জন্য কমিশন পিপিআরটিএমএস চালু করেছে। পিপিআরটিএমএস-এর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সে সব দল ২০২০-র ১ জানুয়ারি দলের পঞ্জিয়নের জন্য আবেদন করেছে তারা তাদের আবেদনের অবস্থান জানতে পারবে এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে-বলেছে ইসিআই। এই স্ট্যাটাস ট্ৰ্যাক করা যাবে কমিশনের পোর্টাল ভায়া http://pprtms.eci.gov.in-এর মাধ্যমে-জানিয়েছে ইলেকশন কমিশন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Devotees joining the queue at Ganesh Mandir in Ganeshguri

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com