ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্ৰান্ত ১০৭

ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্ৰান্ত ১০৭

নয়াদিল্লিঃ ভারতে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্ৰান্তের নিশ্চিত সংখ্যা এপর্যন্ত ১০৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। কেন্দ্ৰীয় স্বাস্থ্য ও পরিবার বিষয়ক মন্ত্ৰক রবিবার একথা জানিয়েছে। এই মারাত্মক জীবাণুতে আক্ৰান্তদের কমপক্ষে ৯০ জন ভারতীয় এবং বাকি ১৭ জন বিদেশি। রবিবার দুপুর ১২টা পর্যন্ত আক্ৰান্তের এই তথ্য পাওয়া গিয়েছে।

মহারাষ্ট্ৰে এই রোগে এপর্যন্ত মোট ৩১ জন কোভিড-১৯-এ আক্ৰান্ত হওয়ার নিশ্চিত খবর রয়েছে। স্বাস্থ্য মন্ত্ৰকের তথ্য অনু্যায়ী মহারাষ্ট্ৰ ছাড়াও উত্তরপ্ৰদেশ এবং তেলেঙ্গানায় করোনায় আক্ৰান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কেরলে কমপক্ষেও ২২ জন এই মারণ জীবাণুতে আক্ৰান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে তিনজন এই রোগ জীবাণু থেকে মুক্ত হয়েছেন এবং তাদের ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

ওদিকে হরিয়ানায় আক্ৰান্ত হয়েছেন ১৪ জন এবং আক্ৰান্ত এই সব কজনই বিদেশি নাগরিক।

তেলেঙ্গানায় এপর্যন্ত তিনজন আক্ৰান্ত হওয়ার নিশ্চিত খবর রয়েছে। স্বাস্থ্য মন্ত্ৰকের মতে,এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

উত্তরপ্ৰদেশে করোনায় আক্ৰান্ত হয়েছেন ১২ জন। এদের মধ্যে একজন বিদেশি নাগরিক। বাকি১১ জন ভারতীয়। মোট তিনজনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। পঞ্জাব,তামিলনাডু এবং অন্ধ্ৰপ্ৰদেশে একজন করে আক্ৰান্ত হয়েছেন।

কেন্দ্ৰশাসিত অঞ্চল লদাখে তিনজন আক্ৰান্ত হওয়ার নিশ্চিত খবর রয়েছে। জম্মু ও কাশ্মীরে কোভিড-১৯-এ দুজন আক্ৰান্ত হয়েছেন। কর্নাটকে আক্ৰান্ত একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ভারতে এপর্যন্ত দুজন মারা গেছেন এই রোগে। এদের একজন কর্নাটকের এবং অন্যজন দিল্লির। ভারতের বিভিন্ন বিমানবন্দরে এপর্যন্ত ১২,২৯,৩৬৩ জনের স্ক্ৰিনিং করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্ৰকের সূত্ৰটি জানিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: East Siang District Administration in Arunachal Pradesh cautious over corona virus

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com