গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)বিরোধিতায় আন্দোলন চলাকালে গত ১১ ও ১২ ডিসেম্বর গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য স্থানে যে সমস্ত অগ্নিসংযোগ এবং হিংসাত্মক ঘটনা ঘটেছে,রাজ্য পুলিশ ওই সব ঘটনার ভিডিও ফুটেজগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করে দেখছে। ক্যার বিরুদ্ধে প্ৰতিবাদ চলার ফাঁকে যে সব শক্তি হিংসার তাণ্ডব চালিয়েছিল তাদের প্ৰত্যেকের হদিশ পেতেই এই সমস্ত ভিডিও ফুটেজ অনুপুঙ্খভাবে খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ এটা আঁচ করতে পেরেছে যে,ওই দুদিন যারা অগ্নিসংযোগ ও হিংসার তাণ্ডব চালিয়েছিল,ক্যা বিরোধী প্ৰকৃত আন্দোলনকারীদের সঙ্গে তাদের কোনও সংস্ৰব ছিল না।
অসম পুলিশ ওই সব অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্ৰ থেকে আরও ফুটেজ সংগ্ৰহ করেছে। এমনকি গুয়াহাটি মহানগরীর ঐতিহ্যপূর্ণ শঙ্করদেব কলাক্ষেত্ৰের যে ক্ষতি সাধন হয়েছে তারও ফুটেজ সংগ্ৰহ করেছে পুলিশ। হিংসাশ্ৰয়ী ঘটনার ভিডিও ফুটেজ দাখিল করার জন্য জনগণের প্ৰতিও আহ্বান জানিয়েছিল রাজ্য পুলিশ। এরই পরিপ্ৰেক্ষিতে বেশকিছু সাক্ষ্য প্ৰমাণ পুলিশের হাতে এসেছে।
সূত্ৰটি জানিয়েছে,হাতে আসা এই সমস্ত ভিডিও ফুটেজ দেখে হিংসার নেপথ্যে থাকা মূল সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। আন্দোলনের সু্যোগে অগ্নিসংযোগ ও হিংসাত্মক ঘটনার তদন্তে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল(এসআইটি)গঠন করেছে। বর্তমানে বিশেষ তদন্তকারী দলটি এই সমস্ত ভিডিও ফুটেজ গভীরভাবে খতিয়ে দেখছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমিয়াকে চিরতরে রাজ্যভাষা করতে মুখ্যমন্ত্ৰীর প্ৰতি আর্জি বিজেপি বিধায়কদের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat