গুয়াহাটিঃ নাগাল্যান্ডের রাজ্যপাল আরএন রবি বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পুলিশ প্ৰধানদের দৈনন্দিন পেশাদারি পুলিশি কাজকর্মের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর জন্য দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এই অঞ্চল সন্ত্ৰাস দীর্ণ হওয়ায় সাধারণ মানুষের কাছে চাপার জন্য পুলিশকে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করার প্ৰয়োজন রয়েছে। সন্ত্ৰাসী কার্যকলাপের বিরুদ্ধে দীর্ঘ সময় পাল্টা অভিযান চলাকালে পেশাদারি কাজকর্মের পাশাপাশি পুলিশ কর্মীদের মানুষের কাছে ঘেঁষার বিষয়টিতে চরম অবজ্ঞা করা হয়েছে। তাই এখন পুলিশি কর্তব্য পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছ ঘেঁষার জন্য পুলিশকে তাদের মানসিকতা পাল্টাতে হবে-বলেন রবি। ডিমাপুরে বৃহস্পতিবার ডিজিপি,আইজিপি এবং উত্তর পূর্বাঞ্চলে থাকা কেন্দ্ৰীয় পুলিশ সংগঠনগুলোর প্ৰধানদের ২৬তম সম্মেলন উদ্বোধন করে কথাগুলো বলেন নাগাল্যান্ডের রাজ্যপাল।
তিনি বলেন,পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নিরন্তর সতর্কতার জন্য এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ‘শান্তির বার্তা সাধারণ মানুষের ঘরে পৌঁছনো অত্যন্ত জরুরি। তাছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিতে আমাদের অগ্ৰাধিকার দেওয়া উচিত’-বলেন রবি।
উত্তর পূর্বাঞ্চলে বেসিক পোলিচিং পারফরম্যান্স এখনও ততটা সন্তোষজনক নয় বলে রবি উল্লেখ করেন। প্ৰাক্তন আইবি প্ৰধান রবি বলেন,অপরাধ প্ৰতিরোধ ও অপরাধী চিহ্নিত করা,মামলার বিজ্ঞানসম্মত তদন্ত এবং অপরাধীদের বিচার সফল করে তুলতে অগ্ৰাধিকার দেওয়া পুলিশের কর্তব্য। থানাগুলোর পারফরম্যান্সে বিবর্তন আনাও এই মুহূর্তে খুবই প্ৰয়োজন এবং জেলা পুলিশকে এর ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া উচিত। এব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে রবি পুলিশ প্ৰধানদের প্ৰতি আহ্বান জানান।
নাগাল্যান্ডের রাজ্যপাল আরও বলেন,উত্তর পূর্বে দীর্ঘদিনের সন্ত্ৰাসী সমস্যা বেআইনি অস্ত্ৰ আমদানির পথ খুলে দিয়েছিল। সাম্প্ৰতিককালে দেশের বিভিন্ন প্ৰান্তে যে সমস্ত বেআইনি অস্ত্ৰ বাজেয়াপ্ত করা হয়েছে তাতে উত্তরপূর্বের যোগসূত্ৰ থাকার সম্ভাবনাকেই তুলে ধরেছে। তিনি এধরনের অবৈধ অস্ত্ৰের বিরুদ্ধে নিজেদের রাজ্যে অভিযান চালাতে পুলিশ প্ৰধানদের প্ৰতি আহ্বান জানান।
পুলিশ প্ৰধান এবং কেন্দ্ৰীয় বাহিনীগুলোর দুদিনের এই সম্মেলন নিরাপত্তার ক্ষেত্ৰে তাদের পরস্পরের সহযোগিতাকে আরও চাঙ্গা করবে-এমনটাই আশা করেন রবি। পুলিশ ও কেন্দ্ৰীয় বাহিনীর মধ্যে এমন সহযোগিতা ও সুষ্ঠু কাজের নীতি উত্তর পূর্বাঞ্চলকে শান্তি ও সমৃদ্ধির স্বর্গে পৌঁছে দেওয়ার পথ প্ৰশস্ত করবে-বলেন রবি। সম্মেলনে বক্তব্য রাখেন নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্ৰী ওয়াই প্যাটন। উপ মুখ্যমন্ত্ৰী অভূতপূর্ব অবৈধ অনুপ্ৰবেশ,উত্তর পুবের উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্ত,তথ্য ও যোগাযোগে প্ৰযুক্তি ব্যবস্থার দ্ৰুত ব্যবহার বৃদ্ধি ও সাইবার অপরাধ দমন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি কর্তৃপক্ষের ‘রিজেকশন অর্ডার’ পাওয়ার ১২০ দিনের মধ্যে আপিল করতে পারবেন নামছুটরা
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Video | 58th Teachers' Day observed at Tinsukia and Digboi