কোকরাঝাড়ঃ অসম পুলিশের মদতে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা কোকরাঝাড় জেলার রিপু সংরক্ষিত বনাঞ্চলে অভি্যান চালিয়ে এনডিএফবি(এস)এর ছয় কট্টর জঙ্গিকে আটক করতে সফল হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মাঝ রাতে এই অভি্যান চালায় সেনারা। জঙ্গি দলটি মায়ানমারে প্ৰশিক্ষণ প্ৰাপ্ত। জঙ্গিরা ঘুটঘুটে অন্ধকার ও ঘন জঙ্গলের সু্যোগ নিয়ে পালাবার চেষ্টা করেছিল। কিন্তু আগে থেকে খবর পাওয়ায় সেনাবাহিনী খুব সতর্কতার সঙ্গে অভি্যান চালায়। আকসাইগুড়ির কাছে রাইমানা এলাকায় উভয় পক্ষে বেশ কবার গুলির লড়াইও চলে। তবে সেনাবাহিনী তৎপরতা ও বিচক্ষণতার সঙ্গে অভিযান চালানোয় শেষ পর্যন্ত ছয় কট্টর জঙ্গি ধরা পড়ে। এই অভিযানের সময় সেনাবাহিনী অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছে। অভিযানে জঙ্গি দলেরও কোনও ক্ষতি হয়নি।
আটক জঙ্গিদের জেরা করার পর সংঘর্ষ স্থলের কাছে জঙ্গিদের একটি অস্থায়ী শিবিরেরও সন্ধান খুঁজে পায় সেনারা। ওই শিবিরে তল্লাশি চালিয়ে সেনারা বেশকিছু অস্ত্ৰ ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে। উদ্ধারকৃত অস্ত্ৰগুলোর মধ্যে রয়েছে একটি এম-১৬ অ্যাসান্ট রাইফেল,ছটি ৭.৬৫ এমএম পিস্তল,১২টি ম্যাগজিন,গোলাবারুদ,ওষুধ,রেশন এবং যুদ্ধের সামগ্ৰী রাখার বেশকটি স্টোর। এনডিএফবি(এস)-এর যে মুষ্টিমেয় ক্যাডার এখনও বিটিএডির বনাঞ্চল এলাকায় সক্ৰিয় রয়েছে আটক ছয় জঙ্গি তাদেরই একটা অংশ। এরা নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে এতদিন গা বাঁচিয়ে চলছিল। ধৃত ক্যাডাররা কোকরাঝাড় ও চিরাং জেলার বাসিন্দা। এই ছয় এনডিএফবি(এস)জঙ্গি আটক হওয়ায় সংগঠনটি কোকরাঝাড় জেলায় তাদের কার্যকলাপ চালানোর ক্ষেত্ৰে বড় রকমের ধাক্কা খেলো। জঙ্গি সঙগঠনটির সমস্ত সদস্যকে আটক না করা পর্যন্ত সংগঠনটির ওপর নিরাপত্তা বাহিনীর চাপ বহাল থাকবে। স্থানীয় মানুষের সমর্থন না পাওয়ায় জঙ্গি সংগঠনের সদস্যরা বর্তমানে হতাশার মুখে পড়েছে। এনডিএফবি(এস)এর অনেক সদস্য ইতিমধ্যে জঙ্গলের জীবন ছেড়ে মূলস্ৰোতে ফিরে এসেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমে পর্যটন ব্যবস্থা চাঙ্গা করতে সিপ্লেনের ব্যবস্থা করছে এএআই
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Indian Railways to celebrate 150th Birth Anniversary of Mahatma Gandhi on Oct 2