গুয়াহাটিঃ বিদেশি ট্ৰাইবুনালের(এফটি)সদস্যদের বিরুদ্ধে খেয়ালখুশি মতো কাজ করার অভিযোগ সংখ্যালঘু সংগঠনগুলো সময়ে সময়ে তুলে আসছে। ফরেনার্স ট্ৰাইবুনালের(এফটি)একাংশ বিচারপতি বা সদস্যদের বিরুদ্ধে অশোভন আচরণ ও নগদ অর্থ চাওয়ার অভি্যোগে উদ্বেগ প্ৰকাশ করেছে রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগ। গৌহাটি হাইকোর্টের কাছেও একাংশ এফটি সদস্যের বিরুদ্ধে এজাতীয় অভিযোগ দাখিল করা হয়েছে।
গৃহ ও রাজনৈতিক বিভাগ এবং হাইকোর্ট একাংশ এফটি সদস্যদের বিরুদ্ধে এধরনের একাধিক অভি্যোগনামা পেয়েছে। এজাতীয় অভি্যোগ পাওয়ার পর গৌহাটি হাইকোর্ট ওই সব অভিযোগপত্ৰ গৃহ ও রাজনৈতিক বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছে।
গৃহ ও রাজনৈতিক বিভাগের একটি সূত্ৰের মতে,এজাতীয় অভি্যোগের প্ৰকৃতি হচ্ছে এফটি মামলায় জড়িতদের সঙ্গে অশিষ্ট আচরণ। তাছাড়া মামলায় জড়িতদের কাছ থেকে একাংশ এফটি সদস্য টাকা চাওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছে।
এধরনের অভি্যোগ নিয়ে ট্ৰাইবুনালের ওই সমস্ত সদস্যের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্ৰহণের পথ খোলা ছিল না গৃহ ও রাজনৈতিক বিভাগের হাতে। তবে গৌহাটি হাইকোর্ট ট্ৰাইবুনালের একাংশ সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভি্যোগ ও তাদের কাজকর্মের অসুবিধা নিয়ে স্ট্যান্ডার্ড প্ৰোসিডিয়র প্ৰস্তুত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যামের আদালত গত মঙ্গলবার মডালিটিস প্ৰস্তুত করার ওই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার অবশ্য এজাতীয় অভিযোগগুলো সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে পাঠিয়েছিল এব্যাপারে তাদের মতামত জানতে।
তবে বিভাগটি মনে করে এজাতীয় সদস্যের বিরুদ্ধে ওঠা আভি্যোগ নিয়ে আদালত এবার বেশ কড়া ভূমিকা নিয়েছে। ট্ৰাইবুনালের একাংশ সদস্যের বিরুদ্ধে ওঠা আভি্যোগ খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। মডালিটিস পেশ করার জন্য বিভাগটিকে তিন সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছে আদালত। গত ২৯ অক্টোবর থেকে এই সময়সীমা কার্যকর হয়েছে। তাই গৃহ ও রাজনৈতিক বিভাগ এই বিষয়টি নিয়ে এখন ঘন ঘন বৈঠক করছে মডালিটিস প্ৰস্তুত করার জন্য। তিন সপ্তাহের মধ্যেই গৃহ ও রাজনৈতিক বিভাগ মডালিটিস আদালতে পেশ করবে তাদের বিবেচনার জন্য।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিমা কেলেংকারিঃ ডিজিপিকে বিশেষ সেল গড়ার নির্দেশ গৌহাটি হাইকোর্টের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two days State level Kabaddi Tournament kicks off in Tinsukia