অসমে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃ রিপোর্ট

অসমে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃ রিপোর্ট
Published on

নয়াদিল্লিঃ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে অসমেও বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ সালের ন্যাশনাল টাইগার স্টেটাস অ্যাসেসমেণ্টের চতুর্থ দফার প্ৰতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার ব্যাঘ্ৰ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবনে স্টেটাস অব টাইগারস ইন ইন্ডিয়া শীর্ষক প্ৰতিবেদনটি উন্মোচন করেন। বাঘের বসতি স্থল দেশের ২০টি রাজ্যের ৩,৮১,৪০০ কিলোমিটার বনাঞ্চলে সমীক্ষা চালিয়ে বর্তমান সময় পর্যন্ত বাঘের সঠিক সংখ্যা পাওয়া গিয়েছে। ২০১৮ সালের ব্যাঘ্ৰ গণনা অনু্যায়ী,অসমে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে অসমে বাঘের সংখ্যা ছিল ১৬৭টি। ২০১৮-র গণনা অনু্যায়ী এই সংখ্যা বেড়ে ১৯০টিতে দাঁড়িয়েছে। নর্থ ইস্টার্ন হিলস অ্যান্ড ব্ৰহ্মপুত্ৰ ল্যান্ডস্কেপে ২০১৮ সালে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ টিতে।

উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্ৰদেশ,মিজোরাম এবং নাগাল্যান্ডে বাঘের উপস্থিতি ধরা পড়েছে। প্ৰধানমন্ত্ৰীর উন্মোচিত প্ৰতিবেদন অনু্যায়ী ২০০৬ সালের ব্যাঘ্ৰ গণনা মতে,অসমে বাঘের সংখ্যা ছিল ৭০টি। ২০১০ সালে সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪৩টিতে। ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত অসমে বাঘের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত রাজ্যে বাঘের সংখ্যা ১২০টি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার রিপোর্ট পাওয়া গেছে।

২০১৮ সালে ব্যাঘ্ৰ গণনা অনু্যায়ী সারা দেশেই বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ তে দেশে বাঘের সংখ্যা বেড়ে ২,৯৬৭টি হয়েছে। ২০১৪ তে দেশে বাঘ ছিল ২,২২৬টি। গত ১২ বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ১০৮ শতাংশ। ব্যাঘ্ৰ গণনার জন্য দেশে পাঁচটি মণ্ডল ভাগ করে দেওয়া হয়েছে। অসম ও উত্তর পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে নর্থ ইস্ট হিলস অ্যান্ড ব্ৰহ্মপুত্ৰ প্লেনস ল্যান্ডস্কেপ-এর অধীনে। উত্তরবঙ্গ এই মণ্ডলের মধ্যেই পড়ে। বর্তমানে উত্তরবঙ্গ বাঘ শূন্য হয়ে পড়েছে। ২০১৮ সালের ব্যাঘ্ৰ গণনায় এই তথ্য পাওয়া গেছে। ওদিকে এই গণনা অনু্যায়ী মিজোরামও বাঘ শূন্য হয়ে পড়েছে। অরুণাচল প্ৰদেশে ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২৮টি। তবে অরুণাচলে ব্যাঘ্ৰ সংখ্যা বৃদ্ধির হার মোটেও আশাপ্ৰদ নয়। অসমের নামেরি বনাঞ্চলেও বাঘের সংখ্যা কমেছে বলে ওই রিপোর্টে প্ৰকাশ।

ওদিকে মধ্যপ্ৰদেশ এবং অন্ধ্ৰপ্ৰদেশে বাঘের বৃদ্ধি পেয়েছে। ব্যাঘ্ৰ সংখ্যা বৃদ্ধির ক্ষেত্ৰে এই দুই রাজ্য শীর্ষে রয়েছে। ওড়িশা ও ছত্তিশগড়ে বাঘের সংখ্যা যথেষ্ট হ্ৰাস পাওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য দেশে বাঘের সংখ্যা বেড়েছে। অসম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে ব্যাঘ্ৰ সংখ্যা বৃদ্ধির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণের সুপারিশ করা হয়েছে রিপোর্টে। দক্ষিণ পশ্চিমঘাট ও বাল্মীকিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। নর্থ ইস্ট হিলস এবং ওড়িশা বাঘের ক্ষেত্ৰে খুবই স্পর্শকাতর অঞ্চল। তাই এই অঞ্চলগুলোতে ব্যাঘ্ৰ সংরক্ষণে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করা প্ৰয়োজন-উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com