অবৈধ বাংলাদেশিদের স্বাগত জানানোর ছক করছে বিজেপিঃ মহন্ত

অবৈধ বাংলাদেশিদের স্বাগত জানানোর ছক করছে বিজেপিঃ মহন্ত
Published on

‘ভোটের আগে বিজেপি বলেছিল সব বাংলাদেশিকে অসম ছাড়তে হবে।এখন তারাই বাংলাদেশিকে স্বাগত জানানোর ছক করছে। অগপ-র মূল লক্ষ্য অসমকে বিদেশি মুক্তকরা’-বঙাইগাঁওয়ে এই মন্তব্য করেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্লকুমার মহন্ত। দল সভাপতি অতুল বরা বলেন,সরকারের শরিক হলেও নাগরিক বিলের বিরোধিতা চলবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com