
ডিমোরিয়াঃ সোনাপুর বন বিভাগের কর্তারা অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করেছেন। বন অফিসারদের একটি দল ইতিমধ্যেই সোনাইকুচি,কমলাজারি এবং জগদল এলাকায় অভিযানে নেমে অবৈধভাবে বালি বোঝাই করা ৯টি ট্ৰাক বাজেয়াপ্ত করতে সক্ষম হন। এব্যাপারে রেঞ্জার গৌতম মহন্ত বলেন,অবৈধভাবে যারা বালি সংগ্ৰহ করছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। কিছু ন্যস্ত স্বার্থান্বেষী বালির অবৈধ ব্যবসা চালানোর কথা তিনি উল্লেখ করেন।