অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্ৰস্তাব আনার আহ্বান কংগ্ৰেস নেতা দেবব্ৰত শইকিয়ার

অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্ৰস্তাব আনার আহ্বান কংগ্ৰেস নেতা দেবব্ৰত শইকিয়ার

গুয়াহাটিঃ এনআরসি-র চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া ৪০ লক্ষাধিক লোক অবৈধ অনুপ্ৰবেশকারী বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যসভায় যে বিবৃতি দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন অসম বিধানসভার বিরোধী নেতা দেবব্ৰত শইকিয়া। তিনি বলেন,শাহ ৪০ লক্ষ লোককে ঘুষপেটিয়া অর্থাৎ অবৈধ অনুপ্ৰবেশকারী আখ্যা দিয়ে সদনে ভুল তথ্য দিয়েছেন। শইকিয়া বিজেপি সভাপতির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্ৰস্তাব আনতে সংসদের সব সদস্যের প্ৰতি আহ্বান জানান।

গুয়াহাটিতে বুধবার শইকিয়া সাংবাদিকদের বলেন,পূর্ণাঙ্গ খসড়ায় ১৯ শতকের স্বাধীনতা সংগ্ৰামী বাহাদুর গাঁওবুড়া,প্ৰাক্তন রাষ্ট্ৰপতি ফকরুদ্দিন আলি আহমেদ,অসম বিধানসভার প্ৰথম উপাধ্যক্ষ মৌলবী মহম্মদ আমিরুদ্দিন,স্বাধীনতা সংগ্ৰামী প্ৰমোদ ভট্টাচার্য,দেবেশ পুরকায়স্থ,গৌরীশঙ্কর রায় ও রাজ্যের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের নাম না ওঠার ব্যাপক প্ৰচারিত খবরটি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন শাহ।

এনআরসি বাংলা ভাষীদের নাম কর্তনের ষড়যন্ত্ৰ এবং এর পরিণতিতে গৃহযুদ্ধ বাঁধতে পারে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির মন্তব্যের নিন্দা করেন শইকিয়া।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com