অসম সত্ৰ মহাসভার প্ৰাক্তন সভাপতি ভদ্ৰকৃষ্ণ দেব গোস্বামীর জীবনাবসান

অসম সত্ৰ মহাসভার প্ৰাক্তন সভাপতি ভদ্ৰকৃষ্ণ দেব গোস্বামীর জীবনাবসান
Published on

গুয়াহাটিঃ অসম সত্ৰ মহাসভার প্ৰাক্তন সভাপতি ভদ্ৰকৃষ্ণ দেব গোস্বামী গুয়াহাটির একটি বেসরকারি নার্সিংহোমে বুধবার সকাল ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ১৯৩৩ সালে শিবসাগর জেলায় তাঁর জন্ম হয়েছিল। ১৯৬৪ সালে তিনি সত্ৰ সঙ্ঘের সদস্য হন। পড়াশোনা শেষে আইওসি এওডিতে যোগ দেওয়ার পরও সত্ৰের সঙ্গে তিনি সক্ৰিয়ভাবে জড়িত ছিলেন। জাকই সত্ৰের সত্ৰাধিকারও ছিলেন তিনি। ২০০২ সালে তিনি অসম সত্ৰ মহাসভার সভাপতি হন। গুয়াহাটির নবগ্ৰহ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় পূর্ণ রাজ্য মর্যাদায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com