অসমে ঘরোয়া উৎপাদনের হার হ্ৰাস পেয়েছে

অসমে ঘরোয়া উৎপাদনের হার হ্ৰাস পেয়েছে
Published on

গুয়াহাটিঃ রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার বিধানসভায় বাজেট বরাদ্দ ব্যয়ের যে ছবি তুলে ধরেছেন তাতে দেখা যায় ২০১৭-১৮ সালে বাজেটে ধার্য হয়েছিল ৪৮১৮৯.৯০ কোটি টাকা। কিন্তু বছরের শেষে ব্যয়ের অঙ্ক দাঁড়িয়েছে ২৫৬১৯.৮৩ কোটি টাকা। ১৭-১৮ বর্ষের বাজেট বরাদ্দ সম্পর্কে কংগ্ৰেস বিধায়ক আব্দুল খালেকের প্ৰশ্নের জবাবে শর্মা যে তথ্য পেশ করেছেন তাতে দেখা যায় উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ সরকার সঠিভাবে খরচ করতে পারেনি। এমনকি গত অর্থ বছরে বিভিন্ন সরকারি বিভাগ বরাদ্দ অর্থের ৫০ শতাংশও ব্যয় করতে সক্ষম হয়নি।

রাজ্যের ঘরোয়া উৎপাদনের হারও কমেছে। ২০১৫-১৬ সালে ঘরোয়া উৎপাদন বৃদ্ধির হার ছিল ১৫.৬৭ শতাংশ। সেই ক্ষেত্ৰে ১৭-১৮ সালে বৃদ্ধির হার কমে দাঁড়ায় ৬.৯৫ শতাংশে। বাজেট বরাদ্দ ব্যয়ে বর্তমান সরকার আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে বলে অর্থমন্ত্ৰী দাবি করলেও তা নিয়ে রীতিমতো সংশয় সৃষ্টি হয়েছে। তবে অর্থমন্ত্ৰী এটাও বলেছেন যে,বিভিন্ন বিভাগ সময়ে টাকা মঞ্জুর করার জন্য প্ৰস্তাব না রাখায় ১৭-১৮ সালে বাজেট বরাদ্দের পুরো টাকা ব্যয় করা সম্ভব হয়নি। তাই একদিকে ঘরোয়া উৎপাদন যেমন কমেছে তেমনি বাজেট বরাদ্দ ব্যয়ের হারও শোচনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন কেউ কেউ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com