অসমে হিংসাশ্ৰয়ী অপরাধ ও অপহরণ রোখার আহ্বান সংসদীয় স্ট্যান্ডি কমিটির

অসমে হিংসাশ্ৰয়ী অপরাধ ও অপহরণ রোখার আহ্বান সংসদীয় স্ট্যান্ডি কমিটির
Published on

নয়াদিল্লিঃ অসমে হিংসাশ্ৰয়ী অপরাধ ও অপহরণের প্ৰবণতা ক্ৰমশ বৃদ্ধি পাওয়ার ঘটনায় স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের সংসদীয় স্ট্যান্ডি কমিটি উদ্বেগ প্ৰকাশ করেছে। প্ৰাক্তন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী পি চিদম্বরমের নেতৃত্বাধীন কমিটি বলেছে,হিংসাশ্ৰয়ী অপরাধ,অপহরণ ইত্যাদি ঘটনায় সারা দেশের মধ্যে অসমের হার সর্বোচ্চ। ‘সন্ত্ৰাস সম্পর্কিত অপহরণ এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা রাজ্যে অনেকটাই হ্ৰাস পেয়েছে বলে কমিটি স্বীকার করেছে। তবে রাজ্যের হিংসাত্মক অপরাধ ও অপহরণের ক্ৰমবর্ধমান ঘটনা কমিটিকে ভাবিয়ে তুলেছে’। সম্প্ৰতি কমিটির তরফে রাজ্যসভায় পেশ করা এক রিপোর্টে একথা উল্লেখ করা হয়।

প্ৰাক্তন জঙ্গিদের পুনর্বাসন ও সংস্থাপনে দুর্বল ব্যবস্থার জন্য তারাই এধরনের অপরাধের ঘটনায় আশকারা দিতে পারে বলে কমিটি আশঙ্কা ব্যক্ত করেছে। এরই প্ৰেক্ষিতে কমিটি রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্ৰকে আত্মসমর্পণকারী জঙ্গিদের কার্যকলাপের প্ৰতি নজর রাখার সুপারিশ করেছে।

কমিটি গভীর উৎকন্ঠার সঙ্গে উল্লেখ করেছে যে ২০১৬ সালের আগে ও পরে অসমে যারা অপহরণের শিকার হয়েছেন তাদের অধিকাংশকে আজ অবধি উদ্ধার করা যায়নি। মহিলা অপহরণের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণ জানতে আন্তঃরাজ্য তদন্ত শুরু করার সুপারিশ করেছে কমিটি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com