‘অসাধু উপায়ে’ অর্জিত টাকা হাতছাড়া হওয়ায় নোটবন্দির দুবছর পরও কাঁদছে কংগ্ৰেসঃ মোদি

‘অসাধু উপায়ে’ অর্জিত টাকা হাতছাড়া হওয়ায় নোটবন্দির দুবছর পরও কাঁদছে কংগ্ৰেসঃ মোদি
Published on

মধ্যপ্ৰদেশঃ কংগ্ৰেস এবং গান্ধী পরিবারের প্ৰতি জোরদার আক্ৰমণ হেনে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুক্ৰবার বলেছেন,নোট বাতিলের দুবছর পেরিয়ে যাওয়ার পরও গান্ধীরা আজও কেঁদেই চলেছেন। এর একমাত্ৰ কারণ হলো, ‘অসাধু উপায়ে’ অর্জিত টাকা তাদের হাতছাড়া হয়ে গেছে। ‘আজকের দিনে মানুষ উন্নয়নের কথা বলছেন। একটা পরিবারের চার চারটে বংশোধর ৫৫ বছরেও দেশকে যে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারেননি এবং একজন চা বিক্ৰেতা দেশের বিকাশে কিভাবে অর্থ পেলেন মানুষ এখন তা নিয়েই আলোচনা করছেন। আর তাদের(কংগ্ৰেস)মাথা ব্যথার এটাই মূল কারণ’। মধ্যপ্ৰদেশে শুক্ৰবার এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে প্ৰধানমন্ত্ৰী এভাবেই কংগ্ৰেস ও গান্ধী পরিবারকে বিঁধেন।

‘তবে এটা তাদের(কংগ্ৰেস)সমস্যা’-বলেন মোদি। ওই নির্বাচনী সভায় প্ৰধানমন্ত্ৰী প্ৰশ্ন ছুড়ে দেন ‘নোট বন্দি ইস্যু নিয়ে এখানে কি কেউ কান্নাকাটি করছে’। গান্ধী পরিবারকে আক্ৰমণ শানিয়ে মোদি বলেন,‘একমাত্ৰ কংগ্ৰেসই কেঁদে যাচ্ছে,শুধু গান্ধী পরিবারই কেঁদে ভাসাচ্ছে’।

বিমুদ্ৰাকরণের ফলে কি পরিমাণ অর্থ তাদের হাতছাড়া হয়েছে দুবছর পরও ওই ধাক্কা তারা সামলে উঠতে পারছে না-বিদ্ৰুপাত্মক ভঙ্গিতে বলেন প্ৰধানমন্ত্ৰী। গান্ধী পরিবার বিশেষ করে ওই পরিবারের তিন প্ৰধানমন্ত্ৰী জওহরলাল নেহরু,ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর প্ৰসঙ্গ উত্থাপন করেই কথাগুলি বলেন তিনি। বিমুদ্ৰাকরণের ফলে কী লাভ হয়েছে সেই প্ৰসঙ্গে প্ৰধানমন্ত্ৰী বলেন,‘যারা নিজের বাড়িতে আলমারি এবং বিছানার নিচে টাকার পাহাড় জমিয়েছিলেন সেই টাকা এক ধাক্কায় ব্যাংকে ফিরে এসেছে। এই টাকা দেশের মানুষের,যা উন্নয়নের কাজে লাগানো হচ্ছে’।

ওদিকে কংগ্ৰেস বিশেষ করে ওই দলের সভাপতি রাহুল গান্ধী নোটবন্দি নিয়ে এখনও প্ৰধানমন্ত্ৰী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। প্ৰধানমন্ত্ৰী অভিযোগ করেন,৫৫ বছরের বেশি সময় দেশ শাসন করেও উন্নয়নের কাজে অবহেলাই করেছে কংগ্ৰেস। ‘কংগ্ৰেসের চারটি বংশোধর ৫৫ বছরে মধ্যপ্ৰদেশে যা করতে পারেনি বিজেপি মাত্ৰ ১৫ বছরেই তা করে দেখিয়েছে। এটা আপনদের কাছে নিশ্চয়ই পরিষ্কার’-বলেন মোদি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com