আশারিকান্দির টেরাকোটা শিল্প দেখে অভিভূত রাজ্যপাল মুখি

আশারিকান্দির টেরাকোটা শিল্প দেখে অভিভূত রাজ্যপাল মুখি
Published on

ধুবড়িঃ ধুবড়ি জেলার আশারিকান্দির টেরাকোটা শিল্প দেখে অভিভূত অসমের রাজ্যপাল জগদীশ মুখি। সম্প্ৰতি জেলায় দুদিনের সফরকালে মুখি আশারিকান্দি গ্ৰামে গিয়ে টেরাকোটা শিল্পের বাহার দেখে মুগ্ধ হয়ে পড়েন। এর আগে মুখি এখানে এসে পৌঁছলে টেরাকোটা গ্ৰামের কমিউনিটি হলে এক সভায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

রাজ্যপাল এখানে টেরাকোটা শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কয়েকটি বাণিজ্য কেন্দ্ৰ ঘুরে দেখেন। মুখি এবং তাঁর পত্নী-প্ৰেম মুখি আশারিকান্দির বিভিন্ন ধরনের টেরাকোটা শিল্পের ভূয়সী প্ৰশংসা করেন। নর্থ ইস্ট ক্ৰ্যাকট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(নেকার্ডো)টেরাকোটা শিল্পীদের বৃদ্ধকালীন পেনশন দেওয়ার দাবিতে রাজ্যপালের হাতে একটি স্মারকপত্ৰ তুলে দেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com