‘উঃপুবে যোগাযোগ উন্নত না হলে নতুন ভারতের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে’

‘উঃপুবে যোগাযোগ উন্নত না হলে নতুন ভারতের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে’
Published on

২০২২ এর মধ্যে একটা নতুন ভারত গড়ার স্বপ্ন রয়েছে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির।নতুন ভারতের এই স্বপ্ন সাকার হবে না যদি উত্তর পূর্ব উন্নত না হয়।যোগাযোগ সহ সব ক্ষেত্ৰে উত্তর পূর্বের সাফল্যের ওপরই নির্ভর করছে নতুন ভারতের বাস্তব রূপ।মঙ্গলবার শিলঙে উত্তর পূর্ব পরিষদের(এনইসি)পূর্ণাঙ্গ অধিবেশনের সমাপ্তি সভায় একথা উল্লেখ করেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং।রাজনাথ টুইটারে বলেন,নতুন উত্তর পূর্বাঞ্চল গড়ে উঠলেই নতুন ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে। নতুন উত্তর পূর্ব গঠনে চাই উন্নয়ন ও শান্তি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com