উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে এনআরসি নবায়নের দাবি নেসোর

উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে এনআরসি নবায়নের দাবি নেসোর

শিলং: উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও এনআরসি নবায়নের কাজ শুরু করার দাবি জানিয়েছে। নেসো এই অঞ্চলের ছাত্ৰদের একটা ছত্ৰ সংগঠন স্বরূপ। ‘আমরা উত্তরপূর্বের অন্যান্য রাজ্যগুলিতে নাগরিক পঞ্জি নবায়নের দাবি জানাচ্ছি। তাহলে এই অঞ্চলের সামনে দেখা দেওয়া সমস্যাগুলির গুরুত্ব সম্পর্কে অবহিত হওয়া সম্ভব হবে’। নেসোর চেয়ারম্যান স্যামুয়েল বি জাইরওয়া বলেন,রবিবার শিলঙে নেসো,সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),এবং খাসি ছাত্ৰ সংস্থা(কেএসইউ)-এর মধ্যে বৈঠকের পর এই দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্যামুয়েল আরও বলেন,পুরো উত্তর পূর্বাঞ্চলে এনআরসি-র দাবিটি নতুন নয়।

আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়ে বলেন,কিছু রাজনৈতিক দল এনআরসিকে সাম্প্ৰদায়িক রং চড়ানোর চেষ্টা করছে। ভট্টাচার্য অভিযোগ করেন এনআরসি বাঙালি ও মুসলিম বিরোধী বলে প্ৰচার চালানো হচ্ছে। তাঁর মতে,এনআরসি নবায়ন হচ্ছে অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে,কোনও ভারতীয়দের বিরুদ্ধে নয়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com