‘এক দেশ এক নির্বাচন’ নীতি কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে নাঃমোদি

‘এক দেশ এক নির্বাচন’ নীতি কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে নাঃমোদি

Published on

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার বলেন, ‘এক দেশ এক নির্বাচন নীতি’ কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না। তবে এই ইস্যুটি নিয়ে আলোচনা ও বিতর্ক অবশ্যই হতে পারে। দিল্লিতে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে ভাষণ দেবার সময় মোদি ওই মন্তব্য করেন। দলের শীর্ষ বৈঠকে মোদির ভাষণের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরে কেন্দ্ৰীয় আইন মন্ত্ৰী রবিশঙ্কর প্ৰসাদ বলেন,প্ৰধানমন্ত্ৰী পরিষ্কার বলেছেন, ‘এক দেশ এক নির্বাচন’ কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া কোনওমতেই উচিত হবে না।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com