একমাত্ৰ বিদেশি মুক্ত এনআরসি-ই অসম চুক্তির আত্মাকে বাঁচাতে পারেঃ অতুল বরা

একমাত্ৰ বিদেশি মুক্ত এনআরসি-ই অসম চুক্তির আত্মাকে বাঁচাতে পারেঃ অতুল বরা

গুয়াহাটিঃ কৃষিমন্ত্ৰী এবং অগপ সভাপতি অতুল বরা বলেন,একমাত্ৰ বিদেশি মুক্ত এনআরসি-ই অসম চুক্তির আত্মাকে বাঁচাতে পারে। অসম চুক্তি বানচাল করতে চারটি অশুভ শক্তির(ইস্যু)মাধ্যমে যে তৎপরতা চালানো হচ্ছে তা কিছুতেই হতে দেওয়া যায় না। সোমবার গুয়াহাটিতে সাংবাদিকদের বরা বলেন,নাগরিক সংশোধনী বিল ২০১৬,বিদেশি(সংশোধনী),নির্দেশ ২০১৫ এবং মাইগ্ৰেশন অ্যামেন্ডমেন্ট(ইনভেস্টর ভিসা)রেগুলেশন ২০১৫ ইত্যাদির ভিত্তিতে কেন্দ্ৰীয় সরকার অনুপ্ৰবেশকারীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে।

ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে বাংলাদেশিরা এদেশে প্ৰবেশ করেছে বলে দেখানোর অজুহাতে এই সব বাংলাদেশিদের নাগরিকত্ব দিতে আগ্ৰহী কেন্দ্ৰ। তাছাড়া বাংলাদেশিদের জন্য দীর্ঘ মেয়াদি ভিসা ব্যবস্থা চালু করারও প্ৰস্তাব রেখেছে কেন্দ্ৰীয় সরকার। এই চারটি অশুভ শক্তি(বিষয়)কার্যকরী হলে অসম চুক্তির শর্তাবলি খর্ব হবে এবং অসমকে ফের ঠেলে দেবে অনিশ্চয়তার মুখে-বলেন বরা। এই চারটি অশুভ শক্তি বা বিষয়কে যদি পর্যুদস্ত করা না যায় তাহলে অসম অবৈধ অনুপ্ৰবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হবে।

বরা বলেন,বিদেশিমুক্ত এনআরসির দাবিতে দলের কার্যকরী সভাপতি কেশব মহন্তের নেতৃত্বে একটি দল সোমবার এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলার হাতে একটি স্মারকপত্ৰ তুলে দিয়েছেন। চূড়ান্ত এনআরসিতে কোনও প্ৰকৃত ভারতীয় নাম যাতে বাদ না যায় সেদিকেও নজর দিতে অনুরোধ করা হয়েছে স্মারকলিপিতে। ১৯৭১-এর ২৪ মার্চের পরে আসা সব বিদেশিকে অসম ছাড়তে হবে-বলেন বরা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com