নয়াদিল্লিঃ অসমের জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি) ইস্যু নিয়ে বুধবার তৃণমূল কংগ্ৰেসের(টিএমসি)সদস্যরা রাজ্যসভার প্ৰতিবাদের ঝড় তোলে। সভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু একটা সময় সারা দিনের জন্য সদন মুলতুবি রাখতে বাধ্য হয়ে পড়েন।
বিজেপি সভাপতি অমিত শাহ মঙ্গলবার এই ইস্যুতে তাঁর বক্তব্য শেষ করতে পারেননি। তাই নাইডু বুধবার তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেন। কিন্তু তৃণমূল সাংসদ সুখেন্দ শেখর রায় পয়েন্ট অফ অর্ডার তুলে বলেন,সদনের নিয়ম অনুযায়ী একজন সাংসদ একই ইস্যুতে দুবার বিবৃতি দিতে পারেন না। তবে নাইডু তা খারিজ করে শাহকে বিবৃতি শেষ করতে বলেন। কিন্তু শাহ আর বিবৃতি দেননি।
স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং হট্টগোলের জন্য বিবৃতি দিতে না পেরে তাঁর লিখিত ভাষণ অধ্যক্ষের টেবিলে পেশ করেন। ওদিকে তৃণমূল সাংসদরা ইস্যুটি নিয়ে প্ৰধানমন্ত্ৰী মোদিকে বিবৃতি দেওয়ার দাবি জানান। ‘তদানীন্তন প্ৰধানমন্ত্ৰী রাজীব গান্ধী ১৯৮৫ সালে অসম চুক্তি স্বাক্ষর করেছিলেন কিন্তু চুক্তি রূপায়ণে তারা সাহস দেখাতে পারেননি,কিন্তু বিজেপি একাজ করে দেখিয়েছে’। অমিত শাহর মঙ্গলবারের এই মন্তব্য কংগ্ৰেসিদের ক্ষেপিয়ে তোলে। কংগ্ৰেস সাংসদরা শাহর ওই মন্তব্য কর্তন করার দাবি তোলেন। এনআরসি ইস্যু নিয়ে তৃণমূলের ঝড়ো প্ৰতিবাদে অধক্ষ নাইডু শেষপর্যন্ত সভা দিনের জন্য মুলতুবি করে দেন।