এনআরসি নবায়ন নিয়ে মমতা ব্যানার্জির আবেগ মিথ্যে,তিনি রাজনীতি করছেনঃ অখিল

এনআরসি নবায়ন নিয়ে মমতা ব্যানার্জির আবেগ মিথ্যে,তিনি রাজনীতি করছেনঃ অখিল
Published on

কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির(কেএমএসএএস)নেতা অখিল গগৈ সোমবার জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির মন্তব্য ও বিবৃতির নিন্দা করেছেন। কৃষক নেতা বলেন,অসমের প্ৰকৃত পরিস্থিতি সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি ওয়াকিবহাল নন।

ব্যানার্জির বিবৃতিতে ক্ষুদ্ধ গগৈ ক্ষোভ উগরে দিয়ে বলেন,তিনি নিছকই রাজনীতি করেছেন ‘তাঁর আবেগ মিথ্যে’। গগৈ আরও বলেন,ব্যানার্জির অসমের ব্যাপারে নাক গলানোর কোনো প্ৰয়োজন নেই। এনআরসির চূড়ান্ত খসড়া সম্পর্কেও তাঁর হস্তক্ষেপ করা কোনওভাবেই উচিত নয়-বলেন অখিল।

উল্লেখ্য,মমতা রাজ্যের বিজেপি সরকারের এনআরসি নীতির কড়া সমালোচনা করে বলেছেন এটা রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বড় ধরনের বিভাজন সৃষ্টি করবে। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্ৰেস এনআরসি-কে ‘অমানবিক কাজ’ বলে আখ্যা দিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com