এনআরসি নবায়নঃ নিরাপত্তা জোরদার করতে রাজ্যে ২২ হাজারের বেশি আধা সামরিক বাহিনী পাঠাল কেন্দ্ৰ

এনআরসি নবায়নঃ নিরাপত্তা জোরদার করতে রাজ্যে ২২ হাজারের বেশি আধা সামরিক বাহিনী পাঠাল কেন্দ্ৰ
Published on

নয়াদিল্লিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশের হাতেগোনা আরমাত্ৰ ৪দিন বাকি। তাই অসম ও পড়শি রাজ্যগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্ৰ ২২ হাজার আধা সামরিক বাহিনী পাঠিয়েছে। এনআরসি-র খসড়া প্ৰকাশকে কেন্দ্ৰ করে সম্ভাব্য গণ্ডগোলের আশঙ্কায় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক এই বিশাল নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। মন্ত্ৰক অসম ও পড়শি রাজ্য সরকারগুলিকে নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তোলার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের তত্ত্বাবধানে অসম পুলিশ ও আধা সেনা যৌথভাবে পুরো নিরাপত্তার দিকটি দেখাশোনা করবে। রাজ্যে আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে অতিরিক্ত সিএপিএফ বাহিনীও মজুত রাখা হবে। মন্ত্ৰক স্পর্শকাতর এলাকায় আধাসেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। ২৯ জুলাই পুরো বাহিনী রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থান নেবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com