এনআরসি নবায়ন,নাগরিকত্ব বিল ও অসমচুক্তি পারস্পরিক সম্পর্কযুক্তঃ বিজেপি

এনআরসি নবায়ন,নাগরিকত্ব বিল ও অসমচুক্তি পারস্পরিক সম্পর্কযুক্তঃ বিজেপি
Published on

গুয়াহাটিঃ মাজুলিতে অনুষ্ঠিত বিজেপির কর্মসমিতির দুদিন ব্যাপী বৈঠকে অসমের জ্বলন্ত ইস্যুগুলি বিশেষ করে এনআরসি নবায়ন,নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ এবং অসম চুক্তি রূপায়ণ এবং সেইসঙ্গে স্থানীয় মানুষের অস্তিত্বের সংকট দূর করার বিষয়টি বিবেচনার জন্য একটি রাজনৈতিক প্ৰস্তাব গ্ৰহণ করা হয়। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল সহ দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে এনআরসি নবায়ন নিয়ে প্ৰস্তাব গ্ৰহণ কালে সিদ্ধান্ত নেওয়া হয় এনআরসি নবায়ন,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬,অসমচুক্তি রূপায়ণ এবং রাজ্যের স্থানীয় মানুষের অস্তিত্ব সংকটের ইস্যুগুলি দল পৃথকভাবে দেখছে না।

প্ৰস্তাবে বলা হয়েছে,এই চারটি ইস্যু পারস্পরিক সম্পর্কযুক্ত এবং ইস্যুগুলিকে ভিন্ন দৃষ্টিতে দেখা যাবে না। নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে বিরোধী কংগ্ৰেস ভুল তথ্য প্ৰচার করছে বলে অভিযোগ এনে বিজেপি বলেছে,ওই বিলটি নিয়ে কংগ্ৰেস অসমের মানুষকে ভুল পথে পরিচালিত করছে। বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ না হওয়া পর্যন্ত দল সবাইকে অপেক্ষা করার আর্জি জানিয়েছে। কর্মসমিতির বৈঠকে ফের উল্লেখ করা হয়েছে দল অসমকে বিদেশি মুক্ত করতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com