এনআরসি-র খসড়া প্ৰকাশের দিন সমাগত,মানুষের মন থেকে শঙ্কা দূর করতে ব্যস্ত সরকার

এনআরসি-র খসড়া প্ৰকাশের দিন সমাগত,মানুষের মন থেকে শঙ্কা দূর করতে ব্যস্ত সরকার
Published on

জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)নবায়নের কাজ প্ৰায় শেষের পথে। চূড়ান্ত খসড়া প্ৰকাশ হচ্ছে ৩০ জুলাই। সরকারি কর্তৃপক্ষ বলেছেন,যাদের নাম থাকবে না তারা নাম অন্তর্ভুক্তির জন্য দাবি জানানোর পর্যাপ্ত সুযোগ পাবেন।

১৭ সালের ৩১ ডিসেম্বর এনআরসি-র প্ৰথম খসড়া প্ৰকাশিত হয়েছিল। দ্বিতীয় খসড়া প্ৰকাশের কথা ছিল ৩০ জুন। কিন্তু বন্যা ও অন্যান্য কারণে একমাস দেরি হয়ে যায়। এনআরসিতে নাম না থাকলেও দাবি,ওজর আপত্তি জানানোর পর্যাপ্ত সু্যোগ থাকছে। কেউ সন্তুষ্ট না হলে বিদেশি ট্ৰাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন।

বৃহস্পতিবার একথা বলেছেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং। তালিকায় নাম না পেলে ৭ আগস্ট থেকে তারা এনআরসি সেবাকেন্দ্ৰে গিয়ে ওজর আপত্তি জানাতে পারবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com