এনআরসিঃ স্থানীয়দের শঙ্কিত হওয়ার কারণ নেই,বললেন অতুল বরা

এনআরসিঃ স্থানীয়দের শঙ্কিত হওয়ার কারণ নেই,বললেন অতুল বরা
Published on

গুয়াহাটিঃ এনআরসি-র চূড়ান্ত খসড়ায় নাম না উঠলে স্থানীয় মানুষের অযথা শঙ্কিত হওয়ার কারণ নেই। তবে এনআরসিতে বাংলাদেশিদের নাম উঠলে সেটা হবে বিপজ্জনক। বুধবার সাংবাদিকদের একথা বলেন বিধায়ক অতুল বরা। তিনি আরও বলেন ‘পূর্ণাঙ্গ এনআরসির খসড়ায় যদি আমার নামও না ওঠে আমি তাতে একটু আশ্চর্য অথবা শঙ্কিত হবো না। এর কারণ হলো এনআরসি কর্তৃপক্ষ অসমে বসবাসকারী সব প্ৰকৃত ভারতীয় নাগরিকদের নামই খসড়ায় তুলবে’। এনআরসিতে বাংলাদেশিদের ভারতীয় হিসেবে অন্তর্ভুক্ত করাটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com