গুয়াহাটিঃ সোমবার প্ৰকাশিত জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় সন্দেহভাজন নাগরিকের নাম অন্তর্ভুক্ত হওয়ার খবরের প্ৰেক্ষিতে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)শুক্ৰবার রাজ্যের জনগণকে এধরনের অন্তর্ভুক্তির বিরুদ্ধে জোর আপত্তি তোলার আহ্বান জানিয়েছে। চূড়ান্ত নাগরিক পঞ্জি যাতে বাংলাদেশি মুক্ত হয় তার জন্যই আসুর এই আহ্বান।
বিদেশি,সন্দেহভাজন ভোটার এবং যে সব মানুষ ও তাদের সন্তানসন্ততিদের বিরুদ্ধে বিদেশি ট্ৰাইবুনালে মামলা ঝুলছে,সেই সব লোকের নাম সম্পূর্ণ খসড়ায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা বাস্তবিকই উৎকন্ঠার বিষয়।
প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,শুধু মরিগাঁও জেলায় এজাতীয় ৩৯টি পরিবারের ২০০টি নাম খসড়ায় ঠাঁই পেয়েছে। এবিষয়ে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ সেন্টিনেলকে বলেন,সন্দেহভাজন এই সব মানুষের নাম খসড়া থেকে ছেঁটে ফেলতে জনগণের তরফে শীঘ্ৰই আওয়াজ ওঠানো প্ৰয়োজন। এধরনের সন্দেহভাজন কোনও নাম যদি খসড়ায় উঠে থাকে তাহলে জনগণকে তা এনআরসি কর্তৃপক্ষের নজরে আনতে আসুর তরফে আহ্বান জানানো হয়। জনগণ নির্দিষ্ট সেবাকেন্দ্ৰে আপত্তি উত্থাপন সংক্ৰান্ত ফর্ম পূরণ করে সন্দেহভাজন নাগরিকের নাম কর্তনের আবেদন জানাতে পারবেন।
এনআরসিকে বাংলাদেশি মুক্ত অসম গড়ার শেষ আশা বলে বর্ণনা করে ছাত্ৰ নেতাটি বলেন,‘অসমের এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না’। গগৈ বাংলাদেশি মুক্ত এনআরসি প্ৰকাশের জন্য একাজে জড়িত সরকারি কর্মীদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকেও এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় তীক্ষ্ণ দৃষ্টি রাখার অনুরোধ জানান আসু নেতা।