গুয়াহাটিঃ নাগরিক পঞ্জির(এনআরসি)পূর্ণাঙ্গ খসড়ায় প্ৰকৃত ভারতীয় নন এমন কোনও ব্যক্তির নাম উঠা নিয়ে কোনও নাগরিকের সন্দেহ হলে তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন। সন্দেহজনক ব্যক্তিটি এনআরসি-র যে সেবাকেন্দ্ৰ থেকে নাম অন্তর্ভুক্তির আবেদন করেছিলেন সংশ্লিষ্ট সেই কেন্দ্ৰেই আপত্তি দাখিল করতে হবে।
নাগরিকত্ব আইনে এজাতীয় ব্যবস্থাই রয়েছে। এজাতীয় ঘটনার ক্ষেত্ৰে শুনানির মাধ্যমেই সত্যটা বেরিয়ে আসবে। এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা শুক্ৰবার সেন্টিনেলকে বলেন,খসড়ায় কোনও ব্যক্তির নাম না উঠলে তিনি নাম অন্তর্ভুক্তির দাবি নথিভুক্ত করতে পারবেন। এব্যাপারে শুনানির মাধ্যমে সত্য জানা যাবে।