এনআরসির খসড়া থেকে নাম ছুটদের জন্য এসওপি প্ৰস্তুতির কাজ শুরু করেছে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক

এনআরসির খসড়া থেকে নাম ছুটদের জন্য এসওপি প্ৰস্তুতির কাজ শুরু করেছে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে নাম ছুটদের ব্যাপারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্ৰসিডিউর(এসওপি)প্ৰস্তুত করার জন্য কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক বাড়তি সময় কাজ করছে। চূড়ান্ত এনআরসিতে যাতে প্ৰকৃত ভারতীয়দের নাম অন্তর্ভুক্ত হয় তার জন্যই মন্ত্ৰকের এই প্ৰয়াস।

৩০ জুলাই এনআরসি-র সম্পূর্ণ খসড়া প্ৰকাশিত হওয়ার পর সুপ্ৰিমকোর্ট ১৬ আগস্টের মধ্যে নাম ছুটদের দাবি ও ওজর আপত্তি খতিয়ে দেখে নাম অন্তর্ভুক্ত ও বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্ৰকে এসওপি চূড়ান্ত করতে বলেছিল।

‘স্বরাষ্ট্ৰমন্ত্ৰক রাজ্য এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলার সঙ্গে সম্পূর্ণ পরামর্শ করে এনআরসি আবেদনকারীদের দাবি ও ওজর আপত্তি নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করা সহ বিস্তারিত কাজকর্ম শুরু করেছে। এনআরসিতে নাম ছুট ৪০ লক্ষাধিক আবেদনকারী ভারতীয় নাগরিক হিসেবে তাঁদের দাবির সমর্থনে যাতে প্ৰমাণ দিতে পারেন তার জন্য যথোচিত ও পর্যাপ্ত সুযোগ দিতে বিশেষভাবে আলোকপাত করবে এসওপি’। একটি সূত্ৰ সেন্টিনেলকে একথা জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল গত ৩১ জুলাই কেন্দ্ৰের পক্ষে সুপ্ৰিমকোর্টে বলেছিলেন,কেন্দ্ৰ নামছুট ৪০ লক্ষ মানুষের বিস্তৃত বায়োমেট্ৰিক ডাটা সংগ্ৰহে আগ্ৰহী। তবে ভেনুগোপালের ওই মৌখিক প্ৰস্তাবে কোনওরকম মন্তব্য দিতে অস্বীকার করে শীর্ষ আদালত।

ওদিকে সুপ্ৰিমকোর্ট এনআরসি নবায়ন নিয়ে ৭ আগস্ট একতরফা একটি শুনানির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা ছাড়াও গৃহ ও রাজনৈতিক বিভাগের পদস্থ অফিসাররা শুনানিতে উপস্থিত থাকার কথা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com