নয়াদিল্লিঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশিত হওয়ার পরিপ্ৰেক্ষিতে সোমবার লোকসভায় উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হতে দেখা যায়। চূড়ান্ত খসড়া থেকে ৪০ লাখের বেশি লোকের নাম বাদ পড়েছে। কংগ্ৰেস নেতা মল্লিকার্জুন খারগে লোকসভায় অধিবেশন চলাকালে বলেন,এর মাধ্যমে রাজ্যের মূল নাগরিকদের হেনস্তা করা হয়েছে। এরফলে জাতপাতকে কেন্দ্ৰ করে রাজ্যে বিভাজনের সৃষ্টি হবে।
সমাজবাদী পার্টির নেতা জয়প্ৰকাশ নারায়ণ যাদব বলেন এনআরসির পরিণতিতে রাজ্যে গভীর ঘৃণা ও হিংসার জন্ম দেবে। এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ রাজ্যে ৪ দশক ধরে বসবাসকারী মানুষের মধ্যে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করবে।
সুপ্ৰিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে প্ৰথম দফার এনআরসি-র খসড়া প্ৰকাশিত হয়েছিল ২০১৭-র ৩১ ডিসেম্বর। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে প্ৰথম দফায় নাম উঠেছিল ১.৯ কোটি লোকের।