গুয়াহাটিঃ এনআরসিকে ‘অমানবিক কাজ’ বলে অভহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। গভীর উৎকন্ঠা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া গুয়াহাটিতে প্ৰকাশ করা হয়। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ৪০,০৭,৭০৭ লক্ষের নাম বাদ পড়েছে।
এনআরসি প্ৰকাশের সঙ্গে সঙ্গে রাজ্য ও দেশের রাজনৈতিক মহল থেকে বিভিন্ন মন্তব্য আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্ৰেস সুপ্ৰিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি এনআরসি-র সমালোচনা করে এটাকে ‘অমানবিক কাজ’ বলে অভিহিত করেন। এনআরসি-র বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বিবেচনা করতে মমতা কেন্দ্ৰীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন।