এপিএসসি কেলেংকারি,আরও ১৭ অভিযুক্তের জমিন মঞ্জুর,রাকেশের বিরুদ্ধে নতুন মামলা

এপিএসসি কেলেংকারি,আরও ১৭ অভিযুক্তের জমিন মঞ্জুর,রাকেশের বিরুদ্ধে নতুন মামলা
Published on

গুয়াহাটিঃ অসম লোকসেবা আয়োগে(এপিএসসি)টাকা দিয়ে চাকরি কেনার কেলেংকারিতে অভি্যুক্ত আরও ১৭ জন আধিকারিককে বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেছে গৌহাটি হাইকোর্ট। এই নিয়ে কেলেংকারিতে অভিযুক্ত আধিকারিকদের মধ্যে মোট ৩৮ জন জামিন পেলেন। অন্যদিকে অসম পুলিশের ফৌজদারি তদন্ত বিভাগ(সিআইডি)এপিএসসি কেলেংকারির মূল অভিযুক্ত রাকেশ পালের বিরুদ্ধে বিশেষ বিচারপতির আদালতে একটি মামলা(২৭/২০১৮)নথিভুক্ত করেছে। ২০১৪ সালে এপিএসসির পরিচালিত এসিএস এবং সহযোগী সেবার চূড়ান্ত পরীক্ষায় একজন প্ৰার্থীকে উতরে দেওয়ার জন্য পাল তার কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগেই এই মামলাটি নথিভুক্ত করেছে সিআইডি। পাল ওই সময়ে এপিএসসি-র চেয়ারম্যান থাকাকালে দালালের মাধ্যমে ওই টাকা নিয়েছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com