এপিএসসি কেলেংকারিতে নতুন মোড়,গ্ৰেপ্তার আইনজীবী,আবাসন নির্মাতা ও মহিলা এপিএস আধিকারিক

এপিএসসি কেলেংকারিতে নতুন মোড়,গ্ৰেপ্তার আইনজীবী,আবাসন নির্মাতা ও মহিলা এপিএস আধিকারিক

গুয়াহাটিঃ পুলিশ একজন বিশিষ্ট আইনজীবী ও একজন আবাসন নির্মাতাকে গ্ৰেপ্তার করায় ঘুষ দিয়ে চাকরি কেনার কোটি টাকার এপিএসসি কেলেংকারি এক নতুন মোড় নিল। পুলিশ আইনজীবী শৈলেন্দ্ৰ শর্মা বরুয়া ও আবাসন নির্মাতা সুরজিৎ চৌধুরীকে রবিবার রাতে ক্ৰমে মঙ্গলদৈ ও গুয়াহাটি থেকে গ্ৰেপ্তার করে। বরুয়া মঙ্গলদৈ বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। চৌধুরী প্ৰতিষ্ঠিত আবাসন নির্মাতা এবং ইতিপূর্বে ধৃত এসিএস আধিকারিক পল্লবী শর্মা চৌধুরীর স্বামী। কেলেংকারির তদন্ত থাকা ডিব্ৰুগড় পুলিশ বরুয়া,চৌধুরীর ভূমিকা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছে। সূত্ৰটি বলেছে,এরা দুজন মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছেন। অন্যদিকে কেলেংকারিতে জড়িত অভিযোগে পুলিশ এপিএস অফিসার কবিতা দাসকে গ্ৰেপ্তার করেছে দুলিয়াজান থেকে। দাস আইআরবিএন-এর ডিএসপি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com