এপিএসসি কেলেংকারির তদন্তে কোনও বৈষম্য হবে নাঃ ডিজিপি

এপিএসসি কেলেংকারির তদন্তে কোনও বৈষম্য হবে নাঃ ডিজিপি
Published on

অসম জনসেবা আয়োগে(এপিএসসি)ঘুষ দিয়ে চাকরি কেনার কেলেংকারির তদন্তে কোনওরকম বৈষম্য করা হবে না।রাজ্যের ডিজিপি কুলধর শইকিয়া একথা বলেছেন।কেলেংকারির তদন্তে ডিব্ৰুগড় পুলিশ আরও ১৯ জন এসিএস,এপিএস ও সহযোগী ক্যাডারদের বুধবার গুয়াহাটির কাহিলিপাড়ায় পুলিশের স্পেশাল ব্ৰাঞ্চে হাজির হতে ডেকে পাঠানোর পর তদন্তে বৈষম্য হতে পারে বলে যে অভিযোগ বাতাসে ভাসছিল,তারই পরিপ্ৰেক্ষিতে পুলিশ প্ৰধান শইকিয়া ওই মন্তব্য দেওয়াটা প্ৰয়োজন বলে মনে করেন।শইকিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন,এপিএসসি কেলেংকারির তদন্তে কোনও বৈষম্য করা হবে না।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com