এলজিবিআই থেকে কম বিমান ভাড়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলিতে উড়ানের সুবিধা হতে পারে

এলজিবিআই থেকে কম বিমান ভাড়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলিতে উড়ানের সুবিধা হতে পারে
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর(এলজিবিআই)থেকে দক্ষিণ এশিয়ার নির্দিষ্ট কিছু অভীষ্ট স্থলে কম ভাড়ায় যাতায়াতের সুবিধা খুব শিগগরই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কম ভাড়ায় যাতায়াতের সুবিধা হলে তা নিঃসন্দেহে এই অঞ্চলের মানুষের কাছে সুখবর বলেই বিবেচিত হবে। বিমান যোগাযোগ বৃদ্ধি করা নিয়ে প্ৰভু একটা খসড়া স্কিমের নথি উন্মোচন করেছেন। ইতিমধ্যে বিদেশের ছটি স্থানকে চিহ্নিত করা হয়েছে। মন্ত্ৰক আগ্ৰহী অংশীদারদের কাছ থেকে অনলাইন ইনপুট চেয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ভরতুকি মূল্যে আম জনতার বিমান সফর কর্মসূচি খসড়া নীতিতে সম্প্ৰসারিত হওয়ায় এটা সম্ভব হতে পারে। ‘ঘরোয়া ক্ষেত্ৰে উড়ান প্ৰকল্পের প্ৰভাব দেখার পর এটা হবে পরবর্তী পদক্ষেপ’। খসড়া নথি প্ৰকাশের পর প্ৰভু টুইটারে লিখেছেন ‘আমাদের নাগরিকদের বিদেশে উড়ান আরও সহজ করতে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে’-বলেন মন্ত্ৰী। ঘোষিত ভরতুকি সহ যে ছটি বিদেশি রাষ্ট্ৰকে অভীষ্ট স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হচ্ছে ঢাকা(প্ৰতি আসনে ভরতুকি ২,৩৭০ টাকা),কাঠমান্ডু(২৭১০ টাকা),কুয়ালালামপুর(৭৩৫০ টাকা),ইয়াংগন(৪৭৭০ টাকা),সিঙ্গাপুর(৭৮৮০ টাকা)এবং ব্যাংকক(৪,৪০০ টাকা)।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com