এলপিজি সংকট,ট্ৰাক ধর্মঘট মিটিয়ে ফেলতে আইওসিএলকে বলল দিশপুর

এলপিজি সংকট,ট্ৰাক ধর্মঘট মিটিয়ে ফেলতে আইওসিএলকে বলল দিশপুর
Published on

গুয়াহাটিঃ এলপিজি পরিবহণ সংস্থার পাঁচদিন ধরে চলা ধর্মঘটে সারা উত্তর পূর্বাঞ্চলে এলপিজি সরবরাহ প্ৰক্ৰিয়া সম্পূর্ণ স্তদ্ধ হয়ে পড়েছে। ফলে রাজ্য জুড়ে চলছে গ্যাস সংকট। খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী রাজ্যের প্ৰধান সচিব মনিন্দর সিংকে বুধবার নির্দেশ দিয়েছেন আইওসিএল-এর সঙ্গে কথা বলে ইস্যুটির চটজলদি সমাধানের পথ খুঁজতে। বর্তমানে ২৫০০টি ট্ৰাক এলপিজি পরিবহণের কাজে লিপ্ত ছিল। কিন্তু ধর্মঘটের জন্য তারা হাত গুটিয়ে নিয়েছে। ট্ৰাক চালকরা আইওসিএল-এর নতুন নিয়ম পর্যালোচনা করার আর্জি জানিয়েছে। ওই নীতির ফলে ট্ৰাক চালকদের পরিবহণ ব্যয় বেড়ে গেছে। ইস্যুটি নিয়ে কয়েক দফা আলোচনার পরও অচলাবস্থা কাটেনি।

দিশপুর আইওসিএল-এর ছটি বটলিং প্ল্যান্টের প্ৰবেশ ও বহির্গমন পথে ট্ৰাক চালকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্ৰহণ করতে জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে। বটলিং প্ল্যান্টগুলি রয়েছে কামরূপে দুটি,তিনসুকিয়া,কাছাড়,চিরাং ও ডিব্ৰুগড়ে একটি করে। এলপিজি সিলিন্ডার যাতে বিনা বাধায় গ্ৰাহকদের পৌঁছে দেওয়া যায় তা সুনিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষায় যথোচিত পদক্ষেপ নিতেও দিশপুর জেলাশাসক ও পুলিশ সুপারদের অনুরোধ করেছে। খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের প্ৰধান সচিব মনিন্দর সিং সেন্টিনেলকে বলেন,ইস্যুটি নিয়ে দিশপুর খুবই উদ্বিগ্ন। আমরা আইওসিএল কর্তৃপক্ষকে শীঘ্ৰই ইস্যুটি সমাধান করার জন্য অনুরোধ করেছি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com