এশিয়াডে মহিলাদের রিলেতে সোনা জিতে হিমার হ্যাটট্ৰিক

এশিয়াডে মহিলাদের রিলেতে সোনা জিতে হিমার হ্যাটট্ৰিক
Published on

জাকার্তাঃ অষ্টাদশ এশিয়ান গেমসে বৃহস্পতিবার মহিলাদের ৪*৪০০ মিটার রিলে ইভেন্টে হিমা দাসের নেতৃত্বে ভারতীয় দলটি সোনা জিততে সফল হয়। ভারতীয় দলে ছিলেন অসমের হিমা দাস,রাজু পুভাম্মা,সরিতাবেন লক্ষ্মীবাই গায়কোয়াড এবং বিষমায়া ভেলুভা। শীর্ষ স্থান থেকে রিলে দৌড় শেষ করতে তাঁরা সময় নেন ৩ মিনিট এবং ২৮.৭২ সেকেন্ড। বাহরিনের মেয়েরা দ্বিতীয় স্থান দখল করে রুপো পেয়েছে। পোডিয়ামে পৌঁছতে তাঁরা সময় নেয় ৩ মিনিট ৩০.৬১ সেকেন্ড। ভিয়েতনাম ব্ৰোঞ্জ পদক পায় ৩ মিনিট ৩৩.২৩ সেকেন্ড দৌড় শেষ করে।

এশিয়ান গেমসে সোনা জেতার জন্য রাজ্যপাল জগদীশ মুখি বৃহস্পতিবার সন্ধ্যায় হিমাকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালও এশিয়াডে তিনতিনটি পদক জয়ী অসমের প্ৰথম অ্যাথলিট হিমাকে জানিয়েছেন অভিনন্দন। মুখ্যমন্ত্ৰী আশা করেন ভবিষ্যতেও হিমা তাঁর এই দুর্বার জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবে। সারা দেশের মানুষ যাতে হিমাকে নিয়ে গর্ব করতে পারেন মুখ্যমন্ত্ৰী সেটাই চান। ২০০২ সাল থেকে এশিয়ান গেমসের এই ইভেন্টে ভারত সোনা জিতে আসছে।

পুরুষদের এই ইভেন্টে ভারত রুপো জেতে। ভারতীয় দলে ছিলেন কানহু মহম্মদ পুথানপুরাক্কাল,ধারুন আয়াস্বামী,মহম্মদ আনাস ইয়াহিয়া এবং আরোকিয়া রাজীব। তাঁরা দৌড় শেষ করেন ৩ মিনিট ১.৮৫ সেকেন্ডে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com