সংবাদ শিরোনাম
এসিএস অফিসারদের পদোন্নতি আটকাতে চক্ৰান্তের অভিযোগ
দিশপুর ভিত্তিক আইএএস-এর(ভারতীয় প্ৰশাসনিক সেবা)একটা লবি বরিষ্ঠ এসিএস অসিসারদের পদোন্নতির সম্ভাবনা আটকানোর চক্ৰান্ত করার অভিযোগ উঠেছে।এর ফলে স্থানীয় প্ৰশাসনিক অফিসারদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।লবিটি ২০১৫ সালের আসাম সিভিল সার্ভিস রুলে সংশোধন চেয়েছে।রুল সংশোধন হলে ৯২,৯৩,৯৫ব্যাচের এসিএস কর্তারা অতিরিক্ত সচিবের পদ পেতে না পেতেই অবসরের সময় এসে যাবে।ব্যাচের অফিসারদের এডিসি,ডেপুটি সচিব পদে পৌঁছতে ১৭-২১বছর অপেক্ষা করতে হবে।এব্যাপারে আইএএস কর্তারা মুখ্যমন্ত্ৰীকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

