
মঙ্গলদৈঃ পশ্চিমবঙ্গের হাওড়ার বাগনানে মঙ্গলবার বিকেলে একটি ইনোভা গাড়ির সঙ্গে একটি গ্যাস ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে নিম্ন অসমের চার যুবক এবং কলকাতার এক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। যুবকরা ওই ইনোভাতে চেপে দিঘা সফরে গিয়েছিল। কলকাতার আসাম হাউসে খবর নিয়ে জানা গেছে নলবাড়ি জেলার মুকালমুয়ার বাসিন্দা শহিদুর ইসলামের ছেলে তারিকুল ইসলাম ওখানে আশ্ৰয় নিয়েছিল। ঘটনার দিন তারিকুল তার বন্ধু বক্তিয়ার(২৮),রহুল আলি(২৯),চান্দ মহম্মদ আলি(৩০)এবং মজফর আলি(২৮)সঙ্গে দিঘা গিয়েছিল। বন্ধুদের সঠিক ঠিকানা জানা যায়নি। কলকাতায় আসাম হাউসের বিশেষ ডিউটিতে থাকা জিন্টি দাস ঘটনার খবর পেয়ে হাউসের অন্যান্য কর্মীদের নিয়ে অকুস্থলে ছুটে যান এবং গুরুতর আহত ছেলেদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ইনোভার চালক শেখ ইমতিয়াজ দুর্ঘটনায় মারা যান।