কালো টাকার আমদানি রুখতে নড়েচড়ে বসল আয়কর বিভাগ

কালো টাকার আমদানি রুখতে নড়েচড়ে বসল আয়কর বিভাগ
Published on

গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের প্ৰিন্সিপাল চিফ কমিশনার কবিতা ঝা মঙ্গলবার অতিরিক্ত ম্যান পাওয়ার মোতায়েন করছেন। আয়কর সঞ্চালকালয়ের(তদন্ত)১১৬ জন আধিকারিক ও ইন্সপেক্টরকে মোতায়েন করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে কালো টাকার অবাধ আনাগোনা প্ৰতিরোধ করার লক্ষ্যে। আগামি মাসে অনুষ্ঠেয় লোকসভার নির্বাচনকালে কালো টাকা যাতে ভোটারদের কোনওভাবেই প্ৰভাবিত করতে না পারে তার জন্যই বাড়তি ম্যান পাওয়ার মোতায়েন করা হচ্ছে।

মঙ্গলবার সকালে উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী শাখা সারা উত্তর পূর্বাঞ্চল থেকে ১৫৭ জন আয়কর কর্মকর্তাকে ডেপুট করার নির্দেশটি ইস্যু করে। আয়কর বিভাগের এই সব কর্মকর্তা অসম,অরুণাচল প্ৰদেশ,মেঘালয়,মিজোরাম,নাগাল্যান্ড ও ত্ৰিপুরায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। নির্বাচনী খরচ এবং ১১২টি জেলার কোথাও কালো টাকার লেনদেন হচ্ছে কিনা এই সব আয়কর কর্তারা তার তদারক করবেন। এই বিষয়টি সম্পর্কে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অবহিত করা হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)তরফে সেণ্ট্ৰাল বোর্ড অফ টাক্সকে পাঠানো এক নির্দেশিকার পরিপ্ৰেক্ষিতেই আয়কর বিভাগ নির্বাচনের সময় বাড়তি কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। ভোটারদের প্ৰভাবিত করতে কালো টাকার অবাধ আনাগোনা ঠেকাতেই ইসিআই সেণ্ট্ৰাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সকে ওই নির্দেশ দেয়। ইসিআই-র মতে,ওই সব কালো টাকা নির্বাচন প্ৰক্ৰিয়ার পবিত্ৰতাকে ক্ষুণ্ণ করতে পারে।

ইনভেস্টিগেশন ডিরেক্টরেট টিম কালো টাকা আদান প্ৰদানের বিষয়টিতে শ্যেন দৃষ্টি রাখবে। ওই টাকার টোপ দিয়ে কেউ যাতে ভোটারদের প্ৰভাবিত করতে না পারে সেদিকেও দৃষ্টি রাখবে ডিরেক্টরেট টিম। এছাড়াও প্ৰার্থীরা তাদর সম্পত্তি ও দায়বদ্ধতার যে হলফনামা ইসিআই-র কাছে পেশ করবেন ডিরেক্টরেটের কর্মকর্তারা তাও খতিয়ে দেখবেন। প্ৰার্থী অথবা রাজনৈতিক দলগুলির নির্বাচনী ব্যয় সংক্ৰান্ত বিষয়ও খুঁটিয়ে দেখবেন আয়কর কর্তারা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com