কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগে বিতর্ক,৬ জনকে জেরা তদন্তকারী অফিসারের

কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগে বিতর্ক,৬ জনকে জেরা তদন্তকারী অফিসারের

গুয়াহাটিঃ এপিএসসি কেলেংকারি সম্পর্কে ভাঙাগড় থানায় নথিভুক্ত ১৫৯/১৭ নং মামলা সংক্ৰান্তে ৬ জন কৃষি উন্নয়ন অফিসার(এডিও)শুক্ৰবার দিশপুর থানায় হাজির হলে তদন্তকারী অফিসার এসিপি সুজিৎ শইকিয়া তাঁদের জেরা করেন। চারঘণ্টা জেরার পর ৬ জন কৃষি উন্নয়ন আধিকারিকের কেউই তাদের কোনও ভুলত্ৰুটি মেনে নেননি।

বৃহস্পতিবার মোট ১৯ জন কৃষি আধিকারিককে তলব করা হয়েছিল। ৮ জনকে শুক্ৰবার রিপোর্ট করতে বলা হলেও উপস্থিত থাকেন ৬ জন। অনুপস্থিত আধিকারিক দুজন হলেন মৌসুমি শইকিয়া ও বিদ্যুৎ কুমার দাস। এরআগে তদন্তকারী অফিসার ১৪ জুলাই ১০ কৃষি আধিকারিকের মধ্যে ৮ জনকে জেরা করেছিলেন। টাকা দিয়ে কৃষি আধিকারিকের চাকরি নেওয়ার অভিযোগেই এই মামলা।

এপিএসসি-র পরিচালিত পরীক্ষায় বসা বেদান্ত বিকাশ দাস নামের একজন প্ৰার্থী ভাঙাগড় থানায় দাখিল করা এফআইআরে অভিযোগ করেছিলেন যে এডিও পদের জন্য এপিএসসি-র প্ৰাক্তন চেয়ারম্যান রাকেশ পাল ও ভূমি সংরক্ষণ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম তাঁর কাছে ১৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com