শিলঙের স্টেট কনভেনশন সেন্টারে সোমবার এনইসি-র পূর্ণাঙ্গ অধিবেশনে অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেন,প্ৰাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও উত্তর পূর্ব কয়েক দশক পিছিয়ে ছিল। কিন্তু এখন উত্তর পূর্বকে দেশের বিকাশে নতুন ইঞ্জিন হিসেবে নিয়ে এগিয়ে যাওয়ার যে দৃষ্টিভঙ্গি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি নিয়েছেন,তার ফলে পরিস্থিতিও অনেক পাল্টেছে। এই স্বপ্ন পূরণে কেন্দ্ৰের অ্যাক্ট ইস্ট পলিসির বাস্তবায়ন একটা বড় পদক্ষেপ। কেন্দ্ৰের এই নীতির ফলে পর্যটন,বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্ৰে প্ৰচুর ফায়দা হবে এ অঞ্চলের।