কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে প্ৰমীলাই জোটের প্ৰার্থী

কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে প্ৰমীলাই জোটের প্ৰার্থী
Published on

গুয়াহাটিঃ মুখ্য নির্বাচন কমিশনার(সিইসি)রবিবার নয়াদিল্লিতে ২০১৯-এর সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। কিন্তু এরপরও রাজ্যে বিভিন্ন দলের প্ৰার্থী বাছাই নিয়ে অবস্থান এবং বিশেষ করে অগপ-বিজেপি জোট গড়ার বিষয়টি ধোঁয়াশার মধ্যে ছিল যদিও অবশেষে দুটো দল ফের জোটে ফিরে এসেছে। তবে কোকরাঝাড় লোকসভা আসন নিয়ে বিপিএফ-বিজেপি জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে।

মঙ্গলবার বরমায় বিপিএফ-এরএক বৈঠকে দল সভাপতি তথা বিটিএডি-র সিইএম হাগ্ৰামা মহিলারির উপস্থিতিতে কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে দলীয় প্ৰার্থী হিসেবে প্ৰমীলা রানি ব্ৰহ্মের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য,দলের বরিষ্ঠ নেত্ৰী প্ৰমীলা বর্তমানে রাজ্যের সমাজকল্যাণ মন্ত্ৰীর দায়িত্ব সামলাচ্ছেন। ঘোষণা অনু্যায়ী কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে বিপিএফ-বিজেপি জোটের প্ৰার্থী হলেন প্ৰমীলা। ২০১৪-র লোকসভা নির্বাচনে কোকরাঝাড় লোকসভা আসনে নির্দল প্ৰার্থী হিসেবে জয়ী হয়েছিলেন নবকুমার শরনিয়া।

অন্যদিকে,জোট গড়া নিয়ে বিজেপি,অগপ-র আলোচনা অবশেষে ফলপ্ৰসূ হয়েছে। বিজেপি-র সাধারণ সম্পাদক রাম মাধব মঙ্গলবার গুয়াহাটি পৌঁছে দুই দলের সম্ভাব্য আঁতাতে যাওয়া নিয়ে এক বৈঠকে মিলিত হন। মাধব মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও একদফা বৈঠক করেন। অবশেষে বরফ গলে। অগপ-বিজেপি ফের আগের মতোই জোট গড়ায় সম্মতি প্ৰকাশ করে।

ওদিকে কংগ্ৰেস ও এআইইউডিএফ-এর মধ্যে জোট গড়া নিয়ে প্ৰদেশ কংগ্ৰেসের কিছু শীর্ষ নেতা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তবে রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ ওই দলের সঙ্গে জোটে যাওয়ার প্ৰকাশ্যে বিরোধিতা করেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com