খসড়া ভোটার তালিকা প্ৰকাশে অসমকে বাড়তি সময় দিল নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্ৰকাশে অসমকে বাড়তি সময় দিল নির্বাচন কমিশন

গুয়াহাটিঃ রাজ্য নির্বাচন বিভাগ সচিত্ৰ ভোটার পরিচয়পত্ৰের খসড়া প্ৰকাশে আরও সময় চেয়ে যে প্ৰস্তাব রেখেছিল ভারতীয় নির্বাচন কমিশন(ইসি)বৃহস্পতিবার তা অনুমোদন করেছে। অন্যান্য রাজ্যের সঙ্গে অসমও এবছরের ১ সেপ্টেম্বর সচিত্ৰ ভোটারের খসড়া তালিকা প্ৰকাশ করার কথা ছিল। কিন্তু ‘ডি’(সন্দেহজনক)ভোটার ইস্যুতে কাজ ঝুলে থাকায় তারা সচিত্ৰ ভোটারের খসড়া প্ৰকাশে বাড়তি সময় চায়। রাজ্যে ১.২৫ লক্ষ ভোটারের পিঠে ‘ডি’ তকমা রয়েছে।

নির্বাচন বিভাগ চলতি এনআরসি নবায়নের পাশাপাশি একই সঙ্গে ‘ডি’ ভোটারের ডাটা বেস প্ৰস্তুত করছে। এই সব ডাটা বেসে বিভিন্ন বিদেশি ট্ৰাইবুনালে চলা মামলাগুলি সহ ‘ডি’ ভোটারের বিস্তারিত তথ্য থাকবে। কিছু ‘ডি’ ভোটারকে ইতিমধ্যেই ভারতীয় নাগরিক হিসেবে ছাড়পত্ৰ দিয়েছে কোর্ট। এই স্তরের ভোটারদের নাম সচিত্ৰ খসড়া ভোটার তালিকায় যোগ্য ভোটার হিসেবে ঠাঁই পাবে। ‘এর জন্যই আমরা ১৫ দিনের বাড়তি সময় চেয়েছি’-দিশপুরের জনৈক কর্মকর্তা সেন্টিনেলকে একথা জানান। সচিত্ৰ ভোটার তালিকার খসড়া আগামি ১৫ সেপ্টেম্বর প্ৰকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। চূড্ৰান্ত ভোটার তালিকা প্ৰকাশিত হবে ২০১৯-এর ৪ জানুয়ারি। সচিত্ৰ ভোটার তালিকা ব্যবহার করা হবে দেশের সাধারণ নির্বাচনের সময়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com