গুজবে কান না দিতে জনগণের প্ৰতি আর্জি

গুজবে কান না দিতে জনগণের প্ৰতি আর্জি
Published on

কার্বি আংলঙের ডকমকা থানা এলাকার পানজুরি কছারিগাঁওয়ে ৮ জুন নীলোৎপল দাস ও অভিজিৎ নাথকে ছেলেধরা সন্দেহে উম্মত জনতা পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনার ফলে উদ্ভূত বর্তমান পরিস্থিতির প্ৰেক্ষিতে পশ্চিম কার্বি আংলঙের জেলাশাসক দেবজ্যোতি হাজরিকা বুধবার এক গণ সচেতনতা কর্মসূচির আয়োজন করেন। জেলা পুলিশ সুপার ইনামুল হক মাংনু এবং অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। জেলাশাসক ও পুলিশ সুপার নাগরিকদের জেলায় কোনও ছেলে ধরা নেই এই বার্তা প্ৰচারের অনুরোধ জানান। কোনও সন্দেহজনক লোক দেখলে পুলিশকে জানাতে অনুরোধ করেন তারা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com