গুয়াহাটি কমার্স কলেজের সুনাম ধরে রাখল প্ৰতীক্ষা,মৃত্তিকা

গুয়াহাটি কমার্স কলেজের সুনাম ধরে রাখল প্ৰতীক্ষা,মৃত্তিকা
Published on

গুয়াহাটিঃ এইচএস পরীক্ষার বাণিজ্য শাখায় গুয়াহাটি কমার্স কলেজ তাদের সুনাম ধরে রেখেছে। কলেজের দুই প্ৰতিশ্ৰুতিময়ী ছাত্ৰী প্ৰতীক্ষা বাচ্যাস ও মৃত্তিকা নাথ ক্ৰমে নবম ও দশম স্থান অর্জন করে কলেজর গৌরব অক্ষুণ্ণ রাখতে সফল হন। প্ৰতীক্ষা পেয়েছেন ৪৫৭ নম্বর ও মৃত্তিকা ৪৫৬।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com