গুয়াহাটি ফেরি দুর্ঘটনায় আরও একটি শব উদ্ধার

গুয়াহাটি ফেরি দুর্ঘটনায় আরও একটি শব উদ্ধার
Published on

গুয়াহাটিঃ উত্তর গুয়াহাটির অশ্বক্লান্ত মন্দিরের কাছে গত বুধবার ব্ৰহ্মপুত্ৰে ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ রাহুল আলি নামে এক ব্যক্তির শব শুক্ৰবার উদ্ধার করা হয়। এই নিয়ে অভিশপ্ত ফেরি দুর্ঘটনায় এপর্যন্ত উদ্ধার হওয়া শবের সংখ্যা দাঁড়াল তিনে। আলির শব উদ্ধার করা হয় বরপেটা জেলায় ব্ৰহ্মপুত্ৰের শিয়ালমারি চর থেকে। অভিশপ্ত ফেরির নিখোঁজ আরও এক আরোহী কামাল রাজ্জাক দাসের কোনও হদিশ এখনও মেলেনি। দাসের খোঁজে ব্ৰহ্মপুত্ৰের বুকে এখনও চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনার পর অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কাজকর্ম নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর রাজ্য পরিবহণ বিভাগ আইডব্লিউটিকে ঢেলে সাজাতে যুদ্ধকালীন তৎপরতায় নতুন কিছু পদক্ষেপ নিচ্ছে। পরিবহণ বিভাগ একটা রেগুলেটরি কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে একটা খসড়া বিল প্ৰস্তুত করছে। অসম ইনল্যান্ড ওয়াটার ট্ৰান্সপোর্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট নামের বিলটি বিধানসভার আসন্ন অধিবেশনে উত্থাপন করা হবে। বিলে ফেরি সেবায় নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com