গুয়াহাটি রেলস্টেশনকে ট্ৰ্যানজিট রুট হিসেবে ব্যবহার করছে চোরাচালানকারীরা!

গুয়াহাটি রেলস্টেশনকে ট্ৰ্যানজিট রুট হিসেবে ব্যবহার করছে চোরাচালানকারীরা!
Published on

গুয়াহাটিঃ অত্যাধুনিক প্ৰযুক্তির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তোলা সত্ত্বেও বেআইনি সামগ্ৰী পাচারে চোরাচালানকারীরা গুয়াহাটি রেল স্টেশনকে ট্ৰ্যানজিট রুট হিসেবে ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। রেল সুরক্ষা বাহিনীর(আরপিএফ)রেল স্টেশন থেকে ঘনঘন বেআইন সামগ্ৰী উদ্ধার ও গ্ৰেপ্তারের ঘটনা অব্যাহত থাকার পরও এই স্টেশনকেই ট্ৰ্যানজিট রুট হিসেবে ব্যবহার করছে চোরাচালানকারীরা। ফেন্সিডিল কফ সিরাপ,বিদেশি মদ,গাঁজা ছাড়া বার্মায় উৎপাদিত সুপুরি এবং সিগারেট ইত্যাদি গুয়াহাটি রেল স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্ৰীগুলি সরকারি রেল পুলিশের(জিআরপি)হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী কার্য ব্যবস্থা গ্ৰহণের জন্য।

শুধু ২০১৮ সালেই আরপিএফ গত জানুয়ারিতে ২.৭০ লক্ষ টাকা মূল্যের ৪৫ কেজি গাঁজা,মার্চে ৩.১৫ লক্ষ টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজা এবং এপ্ৰিলে ১.২০ লক্ষ টাকার ১২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সফল হয়। এছাড়াও এই সময়ে ১৪৭ ব্যাগ বার্মার সুপুরি ও ৪৪.৫ কেজি গাঁজা গত জুনে বাজেয়াপ্ত করা হয়েছিল। বাজেয়াপ্ত সুপুরি,গাঁজার মূল্য ক্ৰমে ৩১,৪৮,৬২২ টাকা ৩.১১ লক্ষ টাকা। ২০১৭ সালেও প্ৰচুর বেআইনি সামগ্ৰী গুয়াহাটি রেল স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com