গুয়াহাটি,শিলচর বিমান বন্দরে ৩ ব্যক্তির কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার

গুয়াহাটি,শিলচর বিমান বন্দরে ৩ ব্যক্তির কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটি এবং শিলচর বিমান বন্দরে রবিবার সিআইএসএফ এবং শুক্ল কর্মকর্তাদের রুটিন তল্লাশির সময় তিন পৃথক বিমান যাত্ৰীর কাছ থেকে প্ৰায় দুই কেজি সোনা উদ্ধার করা হয়। শিলচরে কুম্ভীগ্ৰাম বিমানবন্দরে বরকত খান ও রাজেন্দ্ৰ শ্ৰীবাট নামে দুই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা হয় ১.৬ কেজি সোনা। ওই দুই ব্যক্তি গুহ্যদ্বারে সোনা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর এলজিবিআই বিমান বন্দরে ডি নাদি নামে এক ব্যক্তির মলদ্বার থেকে ৪০০ গ্ৰাম ওজনের সোনা উদ্ধার করে সিআইএসএফ কর্মীরা। ধৃতদের জেরা চলছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com