গোল্ডেন নিডল টি নিলাম করে প্ৰতিকেজি থেকে ৪০ হাজার টাকা আয়ের রেকর্ড জিটিএসি-র

গোল্ডেন নিডল টি নিলাম করে প্ৰতিকেজি থেকে ৪০ হাজার টাকা আয়ের রেকর্ড জিটিএসি-র
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰ(জিটিএসি)বৃহস্পতিবার প্যান ইন্ডিয়া অকশনে গোল্ডেন নিডল টি নিলাম করে প্ৰতিকেজি বাবদ ৪০ হাজার টাকা সংগ্ৰহ করে এক নতুন রেকর্ড গড়েছে। গোল্ডেন নিডল চায়ের কুঁড়িগুলো খুবই ছোট আকারের হয়,যা খুব সাবধান ও সতর্কতার সঙ্গে তুলতে হয়। পাতার রং সোনালি এবং খুব নরম প্ৰকৃতির,অনেকটা তুলতুলে ভেলভেটের মতো। এই বিশেষ প্ৰজাতির চা পাতার লিকার অত্যন্ত উজ্জ্বল ও সোনালি বরণের। স্বাদ মিষ্টি,সুগন্ধে ভরপুর।

বিশেষ প্ৰজাতির এই চায়ের উৎপাদন স্থল অরুণাচল প্ৰদেশের দনিয়াপোলো টি এস্টেট। জিটিএসি-র জনৈক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানান। গোল্ডেন নিডল টি উৎপাদনকারী দনিয়াপোলো বাগালের ম্যানেজার মনোজ কুমার বলেন,এই বিশেষ ধরনের চা উৎপাদন করতে তাদের অশেষ ঘাম ঝরাতে হয়েছে। ‘এর আগে আমাদের বাগানে সিলভার নিডলস হোয়াইট টি’ উৎপাদন করা হয়েছিল এবং এই চা নিলাম ডেকে প্ৰতি কেজিতে এসেছিল ১৭০০১টাকা’-বলেন তিনি। গুয়াহাটির একটি পুরনো চায়ের বিপণি আসাম টি ট্ৰেডার্স ১.১ কেজি গোল্ডেন নিডল টি কিনেছে।

এর আগে এবছর জুলাই মাসে মনোহরী গোল্ড টি নিলাম করে প্ৰতি কেজিতে এসেছিল ৩৯,০০১ টাকা। ওই চা বিক্ৰি করেছিল কনটেম্পোরারি ব্ৰোকার এবং গুয়াহাটির সৌরভ টি ট্ৰেডার্স ওই চা কেনেছিল দিল্লি ও আহমেদাবাদের খদ্দেরদের জন্য।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com